TRENDING:

Saraswati Puja 2023|| দুর্গার পর সরস্বতী প্রতিমা পাড়ি দিল সুদূর অস্ট্রেলিয়ায়, বানালেন হাওড়া সাঁতরাগাছির শিল্পী

Last Updated:

Saraswati Idol transferred to Australia : হাওড়া সাঁতরাগাছির এক প্রতিমা শিল্পীর হাতে তৈরি সরস্বতী প্রতিমা পাড়ি দিল সুদূর অস্ট্রেলিয়া, বাংলার প্রতিমা শিল্পীর হাতে গড়া প্রতিমা অস্ট্রেলিয়া পাড়ি দেওয়া ঘটনায় খুশি শিল্পীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়ার সাঁতরাগাছি থেকে সরস্বতী প্রতিমা পারি অস্ট্রেলিয়ায়। ধীরে ধীরে আমাদের দেশ ছাড়িয়ে ভিন দেশে যাচ্ছে প্রতিমা। আগে প্রতিমা শিল্পী গৌরব পালের শিল্পালয়ে তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে আমেরিকা ইংল্যান্ড ইউ-কের মতো দেশে। ফাইবারের সরস্বতী এ বার পাড়ি দিল অস্ট্রেলিয়ায়। যদিও আগে সরস্বতী বা দুর্গা মূর্তি বিদেশে পাড়ি দিয়েছে।
advertisement

গত কয়েক মাস আগেই শিল্পী গৌরব পালের তৈরি ফাইবারের দুর্গামূর্তি পৌঁছছে ইউকে। তারপর আবারও দেশ ছাড়িয়ে বিদেশ থেকে অর্ডার আসছে। এতে ভীষণ খুশি শিল্পী। তিনি জানান, এ বার দুর্গাপুজোয় সর্ববৃহৎ দুর্গা মূর্তি প্রায় সাড়ে ১০ ফুট উচ্চতা এবং ১২ ফুট চওড়া। ইউকে থেকে অর্ডার পেয়ে মূর্তি পাঠানো হয়েছিল। সেই কাজে দারুন প্রশংসা পেয়েছেন সে কথা জানিয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টা মাটির ফুঁড়ে বেরোচ্ছে গরম জল! এখানে লুকিয়ে প্রকৃতির সেই আশ্চর্য

বিদেশে প্রতিমা পাঠানোর মূল বিষয় প্রতিমা তৈরি করে অক্ষত অবস্থায় বিদেশে পাঠান। এ বারের এই সরস্বতী প্রতিমা পাঠাতে কোনওরকম অসুবিধা হয়নি। বিদেশে প্রতিমা কীভাবে পাঠানো যাবে। সে বিষয়ে সমস্ত কিছুই জানা শিল্পী গৌরব পালের। শিল্পী জানান, প্রায় একমাস আগে এই সরস্বতী প্রতিমা তৈরির অর্ডার আসে। অর্ডার অনুযায়ী কাজ শুরু করলে ২০-২২ দিনে মূর্তি তৈরির কাজ শেষ হয়।

advertisement

আরও পড়ুনঃ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন! কড়া শীতে বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল সর্বশেষ পূর্বাভাস

প্যাকিং করে মূর্তির ওজন প্রায় তিন-চার কেজি দাঁড়ায়। উচ্চতায় তিন ফুটের কাছাকাছি। সতর্কতার সঙ্গে প্যাকেটবন্দি করার পর, আকাশ পথে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা যায়, কলকাতার একটি পরিবার অস্ট্রেলিয়াতে থাকেন। তাঁরাই সেখানের বাড়িতে পুজোর উদ্দেশ্যে অর্ডার করেন। সেখান থেকে সময় মতো এসে প্রতিমা নিয়ে যাবেন তাঁরা এমনটাই জানিয়েছিলেন শিল্পীকে। সেই মতোই নির্দিষ্ট দিনক্ষণে আগেই কাজ শেষ করেন শিল্পী।

advertisement

উল্লেখ্য, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর। এই রাজ্য থেকে বিদেশে দুর্গা প্রতিমা পাঠানোর সংখ্যা অনেকটাই বেড়েছে। এ বার এই রাজ্যের এক প্রতিমা শিল্পীর তৈরি সরস্বতী প্রতিমা বিদেশে পাড়ি দিল। ফলে স্বভাবতই খুশি বাংলার প্রতিমা শিল্পীরা। এ প্রসঙ্গে গৌরব পাল জানিয়েছেন, প্রথমত প্রতিমা বা ঠাকুরের কথা এলেই উঠে আসে 'কুমোরটুলি'র নাম। বিদেশে চাহিদা অনুযায়ী এ ধরনের কাজ ধরতে আমরাও সচেষ্ট। সেই মতো এ ধরনের কাজের চাহিদাও বাড়ছে। ওয়েবসাইট বা নানা বিষয় গুরুত্ব দিয়ে আরও যোগসূত্র বাড়াতে আমরা গুরুত্ব রাখছি। এ ধরনের কাজের অর্ডার আসছে তবে আগামীতে আরও অনেক বেশি কাজের চাহিদা হবে বলে আশা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Saraswati Puja 2023|| দুর্গার পর সরস্বতী প্রতিমা পাড়ি দিল সুদূর অস্ট্রেলিয়ায়, বানালেন হাওড়া সাঁতরাগাছির শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল