আরও পড়ুন: গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের উদ্যোগে সংস্কৃতি যাত্রা
প্রতিমার তৈরি সাজের দাম ৫০ টাকা থেকে শুরু করে ৮-১০ হাজার টাকা বা তারও বেশি হয়ে থাকে। তবে কম দামের সাজের বেশি চাহিদা। তৈরি সাজ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পালয়ে পৌঁছে যায়। পাশাপাশি কলকাতার বাজারেও যায় এই সাজ।
advertisement
শিল্পী সুকান্ত অধিকারী জানান, সোলা বা থার্মকল ও কাগজের বোর্ডের উপর জরি, অভ্র, চুমকি, লেশ পাথরের সাহায্যে মুকুট এবং ডাকের জরির সাজ তৈরি হয়। এক একটি সাজ ছোট ও হালকা হলে ২-১ ঘণ্টা সময় লাগে। দুর্গা ও জগদ্ধাত্রী প্রতিমার বড় সাজ তৈরি করতে ১০-১৫ দিন সময় লাগে।
শিল্পী নমিতা অধিকারী জানান, গত প্রায় ৮ বছর এই কাজের সঙ্গে যুক্ত। শ্বশুরবাড়িতে শিখে এই কাজ করছেন। তিনি জানান, সারা বছর সেভাবে চাহিদা থাকে না। পুজোর সময় দু-তিন মাস চাহিদা বাড়ে। তখন সারাদিন রাত কাজ করেও যোগান দিয়ে ওঠা যায় না। সাজ তৈরি করে মজুত রাখার মত পুঁজি ও পরিকাঠামো কোনটাই নেই। সরকারি সহযোগিতা পেলে তাঁদের সুবিধা হত বলে জানান শিল্পী।
রাকেশ মাইতি