TRENDING:

Howrah News: বৃষ্টি হলেই জলমগ্ন জাতীয় সড়কের আন্ডারপাস, সমস্যায় মানুষ

Last Updated:

Howrah News: বৃষ্টি হলেই জলমগ্ন হচ্ছে জাতীয় সড়কের নিচের আন্ডার পাস, হাওড়া কুলগাছি য়া ১৬ নম্বর জাতীয় সড়কের আন্ডার পাস, সমস্যায় পথ চলতি মানুষ স্থানীয় টোটো অটো চালক ও ব্যবসায়ী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বৃষ্টি হলেই জলমগ্ন হচ্ছে জাতীয় সড়কের নিচের আন্ডার পাস, সমস্যায় পথ চলতি মানুষ স্থানীয় টোটো অটো চালক ও ব্যবসায়ী।হাওড়া কুলগাছিয়া ১৬ নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস, বৃষ্টি হলেইহাঁটু সমান জল। জমা জল পারাপার করতে সমস্যায় পড়ছে মানুষ, বিশেষ করে মহিলাদের সমস্যায় দারুণ ভাবে পড়তে হয়, জানাচ্ছেন স্থানীয়রা। অন্যদিকে সমস্যা হচ্ছে আন্ডার পাসের ফুটপাত দিয়ে যাতায়াত প্রায় একপ্রকার বন্ধ, ফুটপাত দখল করে বসেছে দোকান অভিযোগ স্থানীয়দের।
advertisement

রাস্তায় জল জমলে ওই স্থান দিয়ে যাতায়াত করাও যাচ্ছে না। এই প্রসঙ্গে এক চালক জানান, বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে, যাত্রীদের উঠানামা দাঁড়ানো সমস্যা হয়, বিশেষ করে মহিলারা হেঁটে যেতে পারে না, সাইকেল বাইক করতো সমস্যা মাঝেমধ্যেই সাইকেল আছড়ে পড়ছে জলে, এই সমস্যা দীর্ঘদিনের। এক পথ চলতি মহিলা জানান, যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় বিশেষ জল পেরিয়ে যাতায়াতের সময়ে পাশ দিয়ে গাড়ি গেলে রাস্তার জল গায়ের উপর ছিটকে চলে আসে।

advertisement

আরও পড়ুন:  Murshidabad News: মোবাইলে অনলাইন গেম খেলায় মায়ের বকুনি, চরম পরিণতি কিশোরের

আরও পড়ুন: Traditional-Durga-Puja-2022 : প্রায় ৪০০ বছরের পুরোনো ইতিহাসের স্বাক্ষী ফলতার সরকার বাড়ির দুর্গাপুজো

অপর এক মহিলা জানান, যে থেকে হাইওয়ে আন্ডারপাস হয়েছে সেই থেকেই জমা জল সমস্যা। স্থানীয় একাংশের অভিযোগ জল নিকাশি নোংরা আবর্জনা করে বন্ধ হচ্ছে। যদিও মাঝে মধ্যেই বা কিছু দিন অন্তর জমা জল সরাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে সম্পূর্ণরূপে মুক্তি মিলছে না জল যন্ত্রণা থেকে অভিযোগ স্থানীয় মানুষের। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে সেই অপেক্ষায় রয়েছে সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বৃষ্টি হলেই জলমগ্ন জাতীয় সড়কের আন্ডারপাস, সমস্যায় মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল