Murshidabad News: মোবাইলে অনলাইন গেম খেলায় মায়ের বকুনি, চরম পরিণতি কিশোরের

Last Updated:

বর্তমানে ছাত্ররা মোবাইল গেমের প্রতি আকৃষ্ট। আর সেই মোবাইল গেম খেলা নিয়ে বাড়িতে বকাবকি করতেই চরম পরিনতি করল এক কিশোর। নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক কিশোর। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিন্টু দাস (বয়স ১৪বছর)।

#মুর্শিদাবাদ: বর্তমানে ছাত্ররা মোবাইল গেমের প্রতি আকৃষ্ট। আর সেই মোবাইল গেম খেলা নিয়ে বাড়িতে বকাবকি করতেই চরম পরিনতি করল এক কিশোর। নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক কিশোর। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিন্টু দাস (বয়স ১৪বছর)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রামে।
জানা গিয়েছে, খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রামের বাসিন্দা রনজয় দাসের ছেলে রিন্টু দাস। বর্তমানে মাড়গ্রাম হাই স্কুলের অষ্টম শ্রেণির পাঠরত।
বেশ কিছু দিন ধরেই বাড়িতে মোবাইল গেমের ওপর আসক্তি ছিল। আর তা নিয়ে বাড়িতে বকাবকি করতেই সোমবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন রিন্টু দাস।পরিবারের সদস্যদের নজরে এলে খড়গ্রাম থানার পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন মঙ্গলবার সকালে।মৃত কিশোরের আত্মীয় মধূসুদন দাস জানান,
advertisement
advertisement
বেশ কিছু দিন ধরেই বাড়িতে পড়াশুনো না করে মোবাইল গেমের প্রতি আকৃষ্ট ছিল রিন্টু দাস। বর্তমানে সে মাড়গ্রাম হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সোমবার রাতে মোবাইল গেম খেলা নিয়ে বাড়িতে বকাবকি করতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কিশোর। আমরা ঘটনার কথা জানতেই, থানায় খবর দি। খড়গ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।তবে মনোরোগ চিকিৎসক জানান ৷
advertisement
আরও পড়ুন: South 24 Parganas News: বর্ষা ও নিম্নচাপের জোড়া ফলায় মাথায় হাত দক্ষিণ ২৪ পরগনার সব্জি চাষিদের
বর্তমানে ছাত্ররা অনলাইন গেমের প্রতি বড্ড আকৃষ্ট। ছাত্র ও ছাত্রীদের কাউন্সিলিং করতে হবে। মোবাইল গেমের কুফল সম্পর্কে অভিভাবকদের সতর্কতা করতে হবে। বকাবকি না করে কাউন্সিলিং দরকার বলেই জানান চিকিৎসক। পরিবারের ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।মঙ্গলবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মোবাইলে অনলাইন গেম খেলায় মায়ের বকুনি, চরম পরিণতি কিশোরের
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement