জানা যায় ওই যুবকের নাম রাকেশ রায় সে সাঁকরাইল নলপুর পঞ্চানন তলার বাসিন্দা, সে ধুলোগড়ের একটি হোটেলের কর্মী, বৃস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে সেখানে কাজে যাচ্ছিলেন অন্যান্য দিনের মতোই, সেই সময় আচমকা পিছন থেকে লরির ধাক্কা মারে, তাতেই গুরুতর জখম ওই যুবক, তার গুরুতর চোট লাগে।
আরও পড়ুনঃ 'হারিয়ে গেছে শৈশব, ফিরিয়ে দাও সেই ছেলেবেলা'! থিম নিমতলা বাঘাযতীন সংঘের
advertisement
দীর্ঘক্ষণ আহত অবস্থায় রাস্তার ধারেই পড়েছিলেন, আঘাত স্থান থেকে প্রচুর রক্তপাত হয়, ঘটনা স্থলে পুলিশ পৌঁছলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে, প্রথমে ইঞ্জিনভ্যান করে ধুলোগোড় ট্রাফিক গার্ড নিয়ে যাওয়া হয় সেখান থেকে অ্যাম্বুলেন্সে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানেই ওই যুবক চিকিৎসাধীন বলে জানা যায়।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
October 27, 2022 2:00 PM IST