এই অবস্থায় ঘুম উড়েছে হাওড়া ওই গ্রামের মানুষের। তাঁদের অভিযোগ, প্রায় একমাস আগে ড্রেন তৈরি শুরু হয়েছিল। তাতে খুশি হয়েছিল সবাই। এই ড্রেন তৈরি হলে এলাকার নিকাশি সমস্যার স্থায়ী সমাধান হত। এর জন্য কয়েকদিনের সমস্যা মেনে নিতে রাজি ছিলেন তাঁরা। কিন্তু রাস্তা খোঁড়ার পরও কাজ সম্পূর্ণ না হওয়ায় বিপদ বেড়েছে। মাঝে বৃষ্টি হয়ে পরিস্থিতি আরও ঘোরতর হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুন: সাধারণ মানুষ থেকে পঞ্চায়েত উদাসীন সবাই! দূষণে ডুবছে গঙ্গা, ব্যর্থ নমামি গঙ্গে
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেল, প্রায় ৮০ ফুট রাস্তা খনন করে তৈরি হচ্ছিল ড্রেন। রাস্তার অবশিষ্ট সামান্য অংশ দিয়ে যাতায়াত চলছে। কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে ওই একটু জায়গা দিয়েই ঝুঁকি নিয়ে সাইকেল ও বাইক পারাপার করছে।
এই অবস্থায় ভ্যান ও টোটোর চলাচল বন্ধ হয়েছে। এতে সমস্যা বেড়েছে এলাকাবাসীর। এদিকে এই বিপজ্জনক পথ দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে হওয়ায় ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের কাছে দ্রুত ড্রেন তৈরির বকেয়া কাজ শেষ করার দাবী তুলেছেন তারা।
গ্রামবাসীদের এই সমস্যা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য অরবিন্দ মণ্ডল বলেন, কাজটি কিছুদিন চলার পর বন্ধ খছে। কেন কাজ বন্ধ হয়েছে সেই বিষয়ে সঠিক কোনও কারণ জানা যায়নি। তবে ওই কাজ দ্রুততার সঙ্গে পুনরায় চালু করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে সারেঙ্গা পঞ্চায়েত প্রধান মৃদুলা বাছার বলেন, দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
রাকেশ মাইতি