আবার ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে উঠেছে সারি সারি দোকানপাশারী। এ ঘটনাও চোখে পড়ে। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড় থেকে পাঁচলা যেতে ফুটপাত দখল করে রয়েছে অস্থায়ী অবৈধ বহু দোকানপাশারী। কোথাও বা পরিচর্যার অভাবে ফুটপাত ঢেকে পড়েছে গাছ-গাছালি আগাছায়। তাতেই নিত্যদিন সমস্যায় পথ চলতি মানুষ। তাদের অভিযোগ ফুটপাত হাঁটার উপযুক্ত না থাকার ফলে রাস্তা নেমে হাঁটাচলা করতে হয়।
advertisement
আরও পড়ুনঃ স্থানীয় যুবকদের হাত ধরে গ্রামের প্রথম পাঠাগারের উদ্বোধন
সারাদিন বহু মানুষ সার্ভিস রোড ধরেই এভাবেই হাঁটাচলা করছে জীবনের ঝুঁকি নিয়ে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন। সাধারণ মানুষের অভিযোগ ফুটপাত থাকা সত্বেও হাঁটার উপায় নেই, জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে ফুটপাত ছেড়ে। পথ চলতি এক ব্যক্তি জানান, যেখানে দোকানপাছরি নেই সেই সমস্ত জায়গার ফুটপাত পরিষ্কার হয় তবে এবার সেই কাজ হয়নি। সেই কাজ হলে অন্তত কিছুটা হলেও সুবিধা হয় সাধারণ মানুষের।কার্যত এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন।
Rakesh Maity