TRENDING:

Howrah News: ফুটপাথ দখল করেছে দোকান, ঝুঁকি নিয়ে মানুষ হাঁটছেন রাস্তা দিয়ে!

Last Updated:

ফুটপাতে দাদাগিরি! ফুটপাতে ঢাকছে আগাছায়, গড়ে উঠছে দোকানপাশারী। পথ চলতি মানুষ হাঁটছে সড়কে, হাওড়া জেলা জুড়ে এমনই চিত্র প্রায় সর্বত্র। ক্রমশ সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে, তবুও অসচেতনতার ছাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : ফুটপাতে দাদাগিরি! ফুটপাতে ঢাকছে আগাছায়, গড়ে উঠছে দোকানপাশারী। পথ চলতি মানুষ হাঁটছে সড়কে, হাওড়া জেলা জুড়ে এমনই চিত্র প্রায় সর্বত্র। ক্রমশ সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে, তবুও অসচেতনতার ছাপ। সাধারণ পথ চলতি মানুষের হাঁটার জন্য জাতীয় সড়কের পার্শ্ববর্তীতে ফুটপাত। বহুল অংশে দেখা মিলছে, সেই ফুটপাত থাকা সত্বেও মানুষ হাঁটছে সড়কে নেমে, তাতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ফুটপাত হাঁটার উপযুক্ত নয়, অভিযোগ পথ চলতি মানুষের। জেলা জুড়ে কোথাও ফুটপাতের উপর পড়ে রয়েছে নোংরা আবর্জনা, কোথাও আগাছা জন্মে ঢেকে রেখেছে ফুটপাত।
advertisement

আবার ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে উঠেছে সারি সারি দোকানপাশারী। এ ঘটনাও চোখে পড়ে। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড় থেকে পাঁচলা যেতে ফুটপাত দখল করে রয়েছে অস্থায়ী অবৈধ বহু দোকানপাশারী। কোথাও বা পরিচর্যার অভাবে ফুটপাত ঢেকে পড়েছে গাছ-গাছালি আগাছায়। তাতেই নিত্যদিন সমস্যায় পথ চলতি মানুষ। তাদের অভিযোগ ফুটপাত হাঁটার উপযুক্ত না থাকার ফলে রাস্তা নেমে হাঁটাচলা করতে হয়।

advertisement

আরও পড়ুনঃ স্থানীয় যুবকদের হাত ধরে গ্রামের প্রথম পাঠাগারের উদ্বোধন

সারাদিন বহু মানুষ সার্ভিস রোড ধরেই এভাবেই হাঁটাচলা করছে জীবনের ঝুঁকি নিয়ে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন। সাধারণ মানুষের অভিযোগ ফুটপাত থাকা সত্বেও হাঁটার উপায় নেই, জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে ফুটপাত ছেড়ে। পথ চলতি এক ব্যক্তি জানান, যেখানে দোকানপাছরি নেই সেই সমস্ত জায়গার ফুটপাত পরিষ্কার হয় তবে এবার সেই কাজ হয়নি। সেই কাজ হলে অন্তত কিছুটা হলেও সুবিধা হয় সাধারণ মানুষের।কার্যত এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ফুটপাথ দখল করেছে দোকান, ঝুঁকি নিয়ে মানুষ হাঁটছেন রাস্তা দিয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল