TRENDING:

Hilsa Fish| Ilish|| সারা বছর পাতে থাকবে ইলিশ! এই নিয়ম জানলে বছরভর মিলবে স্বর্গীয় স্বাদ

Last Updated:

Hilsa will be available all year round: এ যুগে বাঙালির হেঁসেলে রয়েছে দেশি-বিদেশি বাঙালি ও অবাঙালি সব পছন্দের খাবার, নিত্য নতুন খাবারের সঙ্গে বাঙালির সেরা পছন্দের একটি হল ইলিশ। বর্ষায় মাসে আষাঢ় পার করতে না করতে বাঙালি পাতে খোঁজে ইলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : সারা বছর থাকবে ইলিশ, খাদ্য রসিক বাঙালি, বরাবর বাঙালি খাবারেও ষোলআনা বাঙালিয়ানা ধরে রেখেছে। সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সঙ্গী নানা খাবার। শীত জমে নবান্ন উৎসব, পৌষ পার্বণ বা পিঠেপুলিতে, বৈশাখে নববর্ষ আর শরতের দুর্গোৎসব। কথাতেই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দিন যত সামনের দিকে এগোচ্ছে সময় বাঙালির উৎসব ও ক্রমে সময়ের সঙ্গে বেড়ে চলেছে, সেই সঙ্গে বাঙালির খাবারের তালিকা বেড়ে চলেছে।
advertisement

এ যুগে বাঙালির হেঁসেলে রয়েছে দেশি-বিদেশি বাঙালি ও অবাঙালি সব পছন্দের খাবার, নিত্য নতুন খাবারের সঙ্গে বাঙালির সেরা পছন্দের একটি হল ইলিশ। বর্ষায় মাসে আষার পার করতে না করতে বাঙালি পাতে খোঁজে ইলিশ। আসলে ইলিশ নিয়ে যে বাঙালির জড়িয়ে আবেগ। বর্ষার মরশুমে ইলিশ না হলে কী চলে বাঙালির। ভাজা থেকে ভাপা, সর্ষে থেকে ডবগা ইলিশের প্রতিটিই পদ-ই সুস্বাদু আর অতুলনীয়, এই স্বাদ খোঁজে সারাবছর।

advertisement

আরও পড়ুনঃ কী কাণ্ড! ভুয়ো শিক্ষকের তালিকায় কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়! তোলপাড় গোবরডাঙা

আর পাঁচটা খাবার হাত বাড়ালেই পাওয়া গেলেও ইলিশ কিন্তু তার থেকে একটু আলাদা, কারণ সারা বছর যে জলে মেলে না রূপোলি ফসল। তবে সারা বছর জালে ইলিশ আসুক বা না আসুক বাঙালির পাতে ইলিশ থাকবে এক অভিনব উপায়ে। যদিও এই উপায়ে নতুন নয় তবে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ' নোনা ইলিশ'। ইচ্ছে করলেই খেয়াল খুশিমতো মিলবে ইলিশ, বিশেষ উপায়ে লবণ (নুন) দিয়ে মজুত রাখা ইলিশ রান্না করা যেতেই পারে খেয়াল খুশি মতো।

advertisement

View More

আর এই ইলিশ সারা বছর পাতে রাখাও সম্ভব। উলুবেড়িয়া পাইকারি মাছ বাজারে সারা বছর পাওয়া যায় 'নোনা ইলিশ ' চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে এই ইলিশ। বিক্রেতা জানালেন, কীভাবে ইলিশ থেকে নোনা ইলিশ তৈরি হয়, অনায়াসে বাড়িতে রেখে খাওয়া যা ইচ্ছেমতো।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Hilsa Fish| Ilish|| সারা বছর পাতে থাকবে ইলিশ! এই নিয়ম জানলে বছরভর মিলবে স্বর্গীয় স্বাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল