রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জানান, লম্বা লাইন অসংখ্য রোগী তবে ডাক্তার পরিষেবা দিচ্ছেন একজন ডাক্তার বাবু তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। বাধ্য হয়ে দূরান্তে চিকিৎসা পরিষেবা নিতে যেতে হয় আমাদের, কখনও উলুবেড়িয়া হাসপাতাল, হাওড়া হাসপাতাল, কলকাতা পিজি বা অন্যান্য হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য যেতে হয়। সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ সাঁকরাইল হাজী এসটি গ্রামীণ হাসপাতাল নির্ভর।
advertisement
আরও পড়ুনঃ নিষিদ্ধ প্লাস্টিক বন্ধ করতে প্রশাসনের অভিযান ডোমজুর বাজারে
প্রতিদিন কয়েক শত রোগী চিকিৎসা পরিষেবা নিতে হাজির হন, তাদের অভিযোগ রোগীর সংখ্যা অসংখ্য তবে সেই তুলনায় পর্যাপ্ত ডাক্তার না থাকার ফলেই সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পরিষেবা মিলছে তবে তা দীর্ঘ সময় অপেক্ষার পর। প্রসঙ্গত সাঁকরাইল বি এম ও এইচ l(BMOH) সুমন বক্সী জানান, আগের থেকে চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হয়েছে এই হাসপাতালে। চিকিৎসা পরিষেবা নিতে আসা সমস্ত মানুষকেই পরিষেবা দেওয়া হয়।
আরও পড়ুনঃ চলাফেরার অযোগ্য গ্রামের রাস্তা! ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
দুপুর ১.৩০ পর্যন্ত রোগীদের টিকিট দেওয়া হয়, যতক্ষণ টিকিটের শেষ সংখ্যা থাকে সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। হাসপাতালে ডাক্তারের সংখ্যা কম তবে যে পরিমাণ ডাক্তার বাবু রয়েছে, সেই ডাক্তারবাবুরা সমস্ত রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেন।
Rakesh Maity