TRENDING:

Howrah: জাতীয় সড়কে খোলা বাতি স্তম্ভের জয়েন্ট বক্স! বিপদের আশঙ্কা

Last Updated:

১৬ নম্বর জাতীয় সড়কে খোলা বাতি স্তম্ভের জয়েন্ট বক্স। রাজ্য যখন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : ১৬ নম্বর জাতীয় সড়কে খোলা বাতি স্তম্ভের জয়েন্ট বক্স। রাজ্য যখন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক। তার পরেও ১৬ নম্বর জাতীয় সড়ক জুড়ে লাগানো বাতি স্তম্ভের জয়েন্ট বক্স রয়েছে খোলা অবস্থায়। বুধবার এমনি ছবি দেখা গেছে ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগড়থেকে বাগনান পর্যন্ত জাতীয় সড়কের দুই দিকের লেনে। যেখানে জাতীয় সড়কের খুব কাছেই খোলা রয়েছে এই জয়েন্ট বক্স গুলি। ফলে যেকোন সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। প্রসঙ্গত এই ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে প্রতিবেশী রাজ্য ঝড়খন্ড, বিহার, ওড়িশা যাওয়ার মূল যোগাযোগ ব্যবস্থা। জাতীয় সড়ক ধরে সর্বক্ষণ ছুটে চলেছে দ্রুত গতিতে গাড়ি। প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
advertisement

 

 

কিন্তু জাতীয় সড়কের উপর বাতি স্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় যেকোন সময় ঘটতে পারে অন্য কোন দুর্ঘটনা। কিন্তু এমন ঘটনা ঘটলে তার দায় নেবে কে। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তাদের কোন সদুত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে বিহারের এক ট্রাক চালক বলেন, জাতীয় সড়কের বহু অংশে জ্বলেনা আলো।

advertisement

View More

আরও পড়ুনঃ হাসপাতালে দুরাবস্থা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চিকিৎসা পরিষেবা!

 

 

ফলে রাতের বেলায় বহুক্ষেত্রে ঘটে দুর্ঘটনা। তার উপরে বাতি স্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় যেকোন সময় বড় দুর্ঘটনা আশঙ্কা। ঘটবে মৃত্যুর মত ঘটনাও। পাশাপাশি তিনি আরো বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের অবিলম্বে এই জয়েন্ট বক্স গুলি ঢাকা দেওয়ার ব্যাবস্থা করুক। অন্যদিকে উলুবেড়িয়ার বাসিন্দা সুমন মণ্ডল বলেন, জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে যাতয়াত করে বহু মানুষ। বহু অংশে রয়েছে জাতীয় সড়কে অবৈধ কাটিং।

advertisement

আরও পড়ুনঃ  নিষিদ্ধ প্লাস্টিক বন্ধ করতে প্রশাসনের অভিযান ডোমজুর বাজারে

 

 

আর সেখান থেকে বাস সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করেন মানুষ। ফলে বাতি স্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় তাতে হাত লেগে ঘটতে পারে প্রাণহানি। পাশাপাশি তিনি জয়েন্ট বক্স গুলি ঢাকা দেবার জন্য আবেদন জানান সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের কাছে। এখন দেখার মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কবে জাতীয় সড়কের বাতি স্তম্ভের খোলা জয়েন্ট বক্স গুলি ঢাকা দেবার ব্যাবস্থা করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: জাতীয় সড়কে খোলা বাতি স্তম্ভের জয়েন্ট বক্স! বিপদের আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল