কিন্তু জাতীয় সড়কের উপর বাতি স্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় যেকোন সময় ঘটতে পারে অন্য কোন দুর্ঘটনা। কিন্তু এমন ঘটনা ঘটলে তার দায় নেবে কে। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তাদের কোন সদুত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে বিহারের এক ট্রাক চালক বলেন, জাতীয় সড়কের বহু অংশে জ্বলেনা আলো।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালে দুরাবস্থা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চিকিৎসা পরিষেবা!
ফলে রাতের বেলায় বহুক্ষেত্রে ঘটে দুর্ঘটনা। তার উপরে বাতি স্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় যেকোন সময় বড় দুর্ঘটনা আশঙ্কা। ঘটবে মৃত্যুর মত ঘটনাও। পাশাপাশি তিনি আরো বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের অবিলম্বে এই জয়েন্ট বক্স গুলি ঢাকা দেওয়ার ব্যাবস্থা করুক। অন্যদিকে উলুবেড়িয়ার বাসিন্দা সুমন মণ্ডল বলেন, জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে যাতয়াত করে বহু মানুষ। বহু অংশে রয়েছে জাতীয় সড়কে অবৈধ কাটিং।
আরও পড়ুনঃ নিষিদ্ধ প্লাস্টিক বন্ধ করতে প্রশাসনের অভিযান ডোমজুর বাজারে
আর সেখান থেকে বাস সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করেন মানুষ। ফলে বাতি স্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় তাতে হাত লেগে ঘটতে পারে প্রাণহানি। পাশাপাশি তিনি জয়েন্ট বক্স গুলি ঢাকা দেবার জন্য আবেদন জানান সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের কাছে। এখন দেখার মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কবে জাতীয় সড়কের বাতি স্তম্ভের খোলা জয়েন্ট বক্স গুলি ঢাকা দেবার ব্যাবস্থা করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
Rakesh Maity