ঠিকানা:
Sushoma Datta Foundation For women's care
Ambika kundu bye lane Ramrajatala,
Howrah Pin -711104
ফোন নম্বর: 91 98367 00136
এই 'ওল্ড এজ কেয়ার' শহরের বুকে একাকী থাকা অসহায় বৃদ্ধ বৃদ্ধার অসহায়তা দূর করবে। এদিন আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু করল সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ার। প্রতিদিনের খোঁজ তাদের অসুবিধার খবর জানতে সংগঠনের সদস্যরা অসহায় বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে পৌঁছে যাবে। তারাই পৌঁছে দেবে প্রয়োজনীয় জিনিস। অসহায় বৃদ্ধ-বৃদ্ধা মানুষদের অসহায়তা দূর করতে শহর জুড়ে কাজ করবে প্রায় ৭০০ জন সংগঠনের সদস্যা।
advertisement
সুষমা দত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুজিত দত্ত জানান, এর পাশাপাশি মরণোত্তর দেহদান কর্মসূচির আয়োজন করা হয়, শহরের বহু মানুষ উৎসাহের সঙ্গে এগিয়ে আসেন মরণোত্তর দেহ দান করতে। তিনি জানান, তার মা'য়ের সুষমা দত্ত মৃত্যু পরবর্তী সময় থেকে বিগত প্রায় ১৬ বছর বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। তার এই কর্মকাণ্ডে সঙ্গ দিতে শামিল হয়েছে কয়েক শত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা।
রাকেশ মাইতি