১৩০৬ শকাব্দে এই রাজ পরিবারের রাজা দেব নারায়ণ রায় প্রতিষ্ঠা করেছিলেন।, সেই মন্দিরে আজও পুজিত হন শিব। পেঁড়োর জায়গীরদার দীননাথ চৌধুরীর কন্যা ভবানীর বিবাহ হয় রাজা রুদ্রনারায়ণ রায়ের সঙ্গে। রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর প্রতাপ নারায়ণ অর্থাৎ যুবরাজ ছোট থাকায় রাজ্য ভার সামাল দেন রানী ভবানীশঙ্করী, তাকেই রাজ্যের সিংহাসনে বসতে হয়ে ছিল। তিনি অতি দক্ষতার সঙ্গে রাজভার পালন করেন। সে সময় উড়িষ্যার পাঠান সুলতান কুতলুত খাঁ' র সেনাপতি ওসমান খাঁ এই ভুরশুট পরগনা দখলের জন্য আক্রমণ করেছিলেন।
advertisement
কিন্তু তার আক্রমণকে রানী ভবশঙ্করী বীরত্তের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে ভুরশুট পরগণাকে পাঠান আক্রমণ থেকে রক্ষা করেছিল, তার এই বীরত্তে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট আকবর রানীকে ' রায়বাঘিনী ' উপাধি দিয়েছিলেন। বর্তমানে রানী রায় বাঘিনীর স্মৃতি রক্ষার্থে ওই স্থানে একটি পর্যটন কেন্দ্রের রূপ দিতে ২০১১সালে উদ্যোগ নেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা। উদয়নারায়নপুর গড়ভবানীপুরে গড়ে উঠছে পার্ক, তাতে দেখা যাবে কলকাতায় ইকো পার্কের ছোঁয়া।
আরও পড়ুনঃ সাঁতরাগাছি ব্রিজের মেরামতি শুরু ১৯শে নভেম্বর, কোন পথে কীভাবে যাবেন? জেনে নিন
বিশাল এই পর্যটন কেন্দ্রকে নানা ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, সমগ্র এলাকা জুড়ে কয়েক হাজার চারা গাছ লাগানো হবে, ইতিমধ্যে প্রায় এক হাজার চারা গাছ লাগানো হয়েছে। গত কয়েক বছর ধরে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র সাজিয়ে তোলার কাজ চলছে। ইতি মধ্যেই মানুষের নজর কেড়েছে, পার্কের তিনটি প্রবেশ পথে রয়েছে সুদৃশ্য তোরণ, ৪০০ আসন যুক্ত অডিটোরিয়াম, ওয়াচ টাওয়ার, টয়লেট, পানীয় জলের ব্যবস্থা ধীরে ধীরে আকর্ষণীয় ভাবে সেজে উঠছে রায় বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র।
আরও পড়ুনঃ বাগনানের গ্রামে পুকুর কাটতে গিয়ে উদ্ধার বিষ্ণুমূর্তি! নিয়ে যাওয়া হল মিউজিয়ামে
এখনো অনেক কাজ বাকি রয়েছে জানান, রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মিতি রক্ষা সমিতির সম্পাদক সুখেন্দু চন্দ্র। আগামী দিনে পর্যটকদের থাকার জন্য বেশ কিছু পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এছাড়াও ইকো পার্কের মধ্যে ক্যাফেটেরিয়া, ট্রি হাউস বা গাছবাড়ি, মাটির কুঁড়েঘর। রাজ আমলে যে গড় পুকুর রয়েছে সেটাকেও সাজিয়ে তোলা, পাশাপাশি রাজবাড়ির আদলে বিল্ডিং তৈরি করা হবে তার মধ্যেই মিউজিয়াম ও সংগ্রহশালা গড়ে তোলা হবে। প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় ' রায়বাঘিনী ' মেলা।
Rakesh Maity