আরও পড়ুনঃ ফ্যাটি লিভার নিরাময়ে ‘সঞ্জীবনী’…! ঔষধি গুণের ‘খনি’ এই ফুল, ম্যাজিকের মতো কমায় সর্দি-কাশি
হাওড়ায় এই প্রথম অসম থেকে বাঁশ আমদানি করে সেজে উঠেছে রেস্টুরেন্ট| চেয়ার টেবিল থেকে বিভিন্ন ফার্নিচার এবং আলোকসজ্জা তৈরি বাঁশ দিয়ে| এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র একটু ভিন্ন কারণ ভিতরে পুরো ডেকোরেশন বাঁশ দিয়ে বানানো জিনিসপত্র দিয়ে সাজানো | টেবিল, সিলিং, ঝাড়বাতি সবকিছুর মধ্যে বাঁশের ছোঁয়া আছে | হাওড়ার আমতা জংশনের কাছে এইরকম অন্যরকম রেস্টুরেন্ট আর নেই | আর তাই অনন্য কিছুর সন্ধানে মানুষ ভিড় জমাচ্ছেন মানুষ এই রেস্টুরেন্টে | এই রেস্টুরেন্টটির মালিক ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিন চালান |
advertisement
এমনকী বিভিন্ন কোম্পানিতে খাবারও সার্ভিস দেন তাঁরা, সেখান থেকে সাধারণ মানুষের জন্য কম টাকায় কিছু উন্নতমানের ভাল খাবারের পরিষেবা দিতেই এই রেস্টুরেন্ট খোলার ভাবনা বলে জানালেন তিনি |চাইনিজ, তন্দুরি, ইন্ডিয়ান, বিরিয়ানি সকল ধরণের খাবার মানুষ তৃপ্তি সহকারে খেতে পাচ্ছে অভিনব এই রেস্টুরেন্ট | রানিহাটি মোড় থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে কলকাতাগামী লেনের পাশেই।
রাকেশ মাইতি