দেব ও বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী অভিনীত, অভিজিৎ সেন পরিচালিত বাংলা ছবি ' প্রজাপতি '। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়ে বক্স অফিসে সুপারহিট প্রজাপতি, মুক্তির পর থেকে প্রায় প্রতিদিনই হাউস ফুল আর নতুন বছরের শুরুতেও শহরের প্রায় প্রতিটি হলেই টিকিট হাউসফুল।
এই ছবিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন গৌরের চরিত্রে যিনি একজন বাবা, বাবা গৌর'ই ছেলে জয়ের জীবন! সিনেমাতে প্রকাশ পেয়েছে বাবা-ছেলের অকৃত্রিম এক সম্পর্ক। একজন বাবা হিসেবে ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আর ছেলে বিয়ে করতে রাজি নয় যাতে বাবা ও ছেলের মাঝে দূরত্ব না তৈরি হয়। মিঠুন চক্রবর্তী, দেব, মমতা শংকর সমস্ত অভিনেতার অভিনয় প্রশংসা পেয়েছে।
advertisement
আরও পড়ুন: জয় শ্রীরামের পাল্টা বন্দে ভারতে পাথর? বিস্ফোরক শুভেন্দু, চক্রান্তের অভিযোগ কুণালের
আরও পড়ুন: 'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ
তবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ' প্রজাপতি ' ফ্লপ হয়েছে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের এই বিতর্কিত মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড়। পাশাপাশি নন্দনে এই প্রজাপতি জায়গা না পাওয়ায় কম চর্চা হয়নি।প্রজাপতি সিনেমায় একটি সিনে দেখা যাবে, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে।
যিনি এর আগে জিতের অসুর, দেবের লাভ এক্সপ্রেস, প্রসেনজিতের অটোগ্রাফ ও নোবেল চোর, বাঘিনী'র মত একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি জানালেন শিল্পীদের আন্তরিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে কিভাবে সিনেমা তৈরি হয়। মিঠুন চক্রবর্তী এবং দেব তাদের সিনেমা জগতের বাইরের মঞ্চে দুইজনের রাজনৈতিক উপস্থিতি আলাদা হলেও, কাজের মঞ্চে এক, এই প্রজাপতি সিনেমায় কাজে খুব কাছ থেকে দেখে, তা আলোচনা করলেন।
এদিকে মিঠুন চক্রবর্তীর ছবি প্রসঙ্গে দেব জানিয়েছে, প্রয়োজন পড়লে আবারও মিঠুনদাকে নেব। উনি হ্যাঁ বা না বলতে পারেন ওঁর ইচ্ছা অনুযায়ী।
রাকেশ মাইতি