হাম ও রুবেলার লক্ষণ দেখা দিলে সাধারণ মানুষের কী করণীয় সেই সম্পর্কে অভিভাবকদের অবগত করতে স্কুলে স্কুলে বিশেষ শিবির করা হয়েছে। জেলার প্রতিটি ব্লকেই এই শিবির হয়েছে। হাম-রুবেলার লক্ষণ দেখা দিলেই রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবক এবং স্কুলের শিক্ষকদের। আগামী ৯ জানুয়ারি থেকে হাম ও রুবেলা ভাইরাসের যে টিকাকরণ শুরু হবে তা ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: শীত পড়তেই মুর্শিদাবাদের এখানে শুরু হল পুষ্প প্রদর্শনী
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে হাম ও রুবেলা ভাইরাস সাধারণত মানুষের ১৫ বছর বয়স পর্যন্ত শরীরের ক্ষতি করতে পারে। স্কুলের পাশাপাশি সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পথশিশুদেরও এই টিকাকরণ করা হবে। হাওড়া জেলায় আনুমানিক প্রায় ২ লক্ষেরও বেশি টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করার জন্য ইতিমধ্যেই জেলাজুড়ে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এই পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে এক সাংবাদিক বৈঠকও করা হয়। উল্লেখ্য, ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। ঘটনা হল করোনার পর থেকে হঠাৎই হাম ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গিয়েছে।
রাকেশ মাইতি