সে সময়ের সমস্ত পুরনো রীতিনীতি আজও অক্ষত নোনা ব্যানার্জি বাড়িতে। এই বাড়িতে দেবী দুর্গা বিজয় দশমীতে বিসর্জন হয় না, সারাবছর দেবী মূর্তি থাকে ব্যানার্জি বাড়ির ঠাকুর দালানে, দেবী মূর্তি পরিবারের সদস্যরা পুরোহিত হিসাবে তারাই পুজো করে মা দুর্গার, বিজয় দশমীর দিন ঘট পুজো এবং শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ রাম বিজয়ার দিন মায়ের মূর্তি ভাসান হয় অনুষ্ঠিত হয় প্রতি বছর।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ার গ্রামেও জাঁকজমকপূর্ণ দেবীভাসান, সেজে উঠেছে বিসর্জন ঘাট
জানা যায়, সে সময় ব্যানার্জি বাড়ির বড় ছেলে যোগীন্দ্রনাথ ব্যানার্জি, ইচ্ছেতেই পূজোর সূচনা হয়েছিল ব্যানার্জি বাড়িতে। যোগীন্দ্রনাথ ব্যানার্জীর বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন সে সময় তিনি পুজোর ছুটিতে বাড়িতে ফিরতে পারতেন না তাই বাড়ির দেবী দুর্গার মূর্তি তাকে দেখানোর জন্য সারা বছর রেখে দেওয়া হতো বাড়ির ঠাকুর দালানে। জানা যায় পরিবার সূত্রে সেই নিয়ম আজও অক্ষত।
Rakesh Maity