TRENDING:

Howrah News: দেব-দেবীর উপর নির্ভর করে চলে সংসার, এভাবেই কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন রিনা

Last Updated:

Howrah News: দেব-দেবীর ফেরিওয়ালা রিনা! দেব-দেবীর উপর নির্ভর করে চলে সংসার। শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: দেব-দেবীর ফেরিওয়ালা রিনা! দেব-দেবীর উপর নির্ভর করে চলে সংসার। শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি। পঞ্চাশোর্ধ্ব বয়সী রিনা বন্দোপাধ্যায়। দু’হাতে তার নানা দেব-দেবী। আর এই দেব-দেবীর বলেই উপার্জন তার। নানা দেব-দেবী নিয়ে পৌঁছে যাচ্ছেন হাটে বাজারে মানুষের কাছে। এভাবেই গত প্রায় পাঁচ বছর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন রিনা।
advertisement

আসলে রিনা বন্দোপাধ্যায় একজন হকার। যিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়। সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে হাটে বাজারে জনবহুল স্থানে বিভিন্ন দেব-দেবীর ছবি বিক্রি করে তার সংসার চলে। কখনও তিনি হাওড়ার বাগনান কখনও উলুবেড়িয়া, সাঁকরাইল বা মুন্সির হাটে সকালে মেদিনীপুর থেকে হাওড়ার বিভিন্ন স্থানে ঘুরে এই দেব-দেবীর ছবি বিক্রি করেন। বিকেলে ৩-৪ টা হলে বাড়ি ফেরা। এভাবেই গত প্রায় ৫-৬ বছর সংসারের দায়িত্ব শামাল দিচ্ছেন রিনা দেবী।

advertisement

আরও পড়ুন-গ্রেফতার হলেন উরফি জাভেদ! টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কারণটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

আরও পড়ুন-ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে ‘আইবুড়োভাত’ খেলেন সন্দীপ্তা, বিয়ের আগে কতটা নিয়ম ভাঙছেন?

জানা যায়, এই সমস্ত ছবি প্লাস্টিক ল্যামিনেশন করা থাকে।  দু’রকম ছবি রয়েছে একটি দাম ১০ টাকা এবং ২০ টাকা। এই বয়সে ছবি বিক্রির পাশাপাশি নিজেই কলকাতার বড় বাজার থেকে ছবি নিয়ে আসেন। প্রতিদিন বিক্রি যা হয় তাতে কোনও রকমে চলে যায় তার সংসার।

advertisement

এই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই হাসি মুখে হাজির হচ্ছেন মানুষের কাছে। এ প্রসঙ্গে রিনা বন্দোপাধ্যায় জানান, সংসার চালাতে ভরসা নানা দেব -দেবী। সেই দিক থেকে নিজে হাতেই কলকাতার বড়বাজার থেকে ছবি কিনে নিয়ে আসা। সেগুলি আবার বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বিক্রি।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রাকেশ মাইতি

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: দেব-দেবীর উপর নির্ভর করে চলে সংসার, এভাবেই কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন রিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল