TRENDING:

Howrah Kalipuja- এই গ্রামে কালী প্রতিমার দাম শুনলে চমকে যাবেন! ৩৫০ বছরের রীতি আজও অটুট!

Last Updated:

জানা গিয়েছে, প্রায় ৩৫০ বছর আগে যে নিয়মে মন্ডলা মায়ের পুজো শুরু হয়েছিল আজও সেই একই নিয়মে পুজো হয়। বংশ পরম্পরায় আজও মৃৎশিল্পীরা ষোলআনা অর্থাৎ এক টাকার বিনিময় প্রতিমা গড়ে দেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: প্রতিমা গড়তে খরচ যাই হোক না কেন! ষোলআনা বা এক টাকার বিনিময়ে কালী প্রতিমা বিক্রি করে আসছেন প্রতিমা শিল্পী। প্রায় ৩৫০ বছর এই রীতি চলে আসছে হাওড়ার একটি গ্রামে৷
advertisement

হাওড়া জেলার পাঁতিহাল গ্রামের ঐতিহ্যবাহী মন্ডলা কালী মায়ের পুজো। প্রতি বছর জৈষ্ঠ্য মাসের ফলহারিনী অমাবস্যায় এই পুজো হয়৷ পুজো উপলক্ষে বসে বিরাট মেলা৷ যে প্রতিমায় এই পুজো হয় তার মূল্য ষোলআনা অর্থাৎ এক টাকা৷ জানা গিয়েছে, প্রায় ৩৫০ বছর আগে যে নিয়মে মন্ডলা মায়ের পুজো শুরু হয়েছিল আজও সেই একই নিয়মে পুজো হয়। বংশ পরম্পরায় আজও মৃৎশিল্পীরা ষোলআনা অর্থাৎ এক টাকার বিনিময় প্রতিমা গড়ে দেন। যদিও এই প্রতিমা গড়তে তাদের অনেক টাকা খরচ হয়৷ কিন্তু পুজো আয়োজকদের কাছ থেকে মাত্র এক টাকাই নিয়ে থাকেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন- রাস্তার মাঝে এ কী বিপদ! প্রাণ হাতে যাতায়াত এলাকার মানুষের!

প্রতিমা শিল্পী দুলালবাবু জানান, "পুজো শুরু থেকে বংশ পরম্পরায় আমরাই প্রতিমা গড়ছি। প্রতিমা খরচ যাই হোক, প্রথা অনুযায়ী ১ টাকার বিনিময়ে প্রতিমা দিচ্ছি।" করোনাকালে দুই বছর লোক সমাগম বন্ধ ছিল৷ শুধু নিয়ম অনুযায়ী পুজো হয়েছে৷ করোনার প্রকোপ কমতেই এবছর জোর কদমে চলছে প্রস্তুতি।এলাকার আট থেকে আশি সকলেই উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। শুরু হয়েছে মেলার তোড়জোড়ও৷ এখন থেকেই মন্দির চত্বরে সাজ সাজ রব।

advertisement

View More

আরও পড়ুন- চমকপ্রদ! মাত্র ৯ মিনিটে ৬টি রবীন্দ্র কবিতা পাঠ করে 'ইন্ডিয়া বুক অব রেকর্ডে' নাম ছোট্ট সম্পূর্ণার!

জেলা এবং জেলার বাইরে থেকে লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে এই কালী পুজোয়। উৎসবে বহু ভক্ত সমাগমের কথা মাথায় রেখে মন্দির এলাকায় স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের সহযোগিতায় ইতিমধ্যেই বসানো হয়েছে পানীয় জলের এটিএম মেশিন। আলোর বাতি লাগানো এবং মেরামতের কাজ শুরু হয়েছে। সবমিলিয়ে প্রস্তুতি জোরদার।

advertisement

পুজো উদ্যোক্তাদের কথায়, করোনা আবহে দু বছর জমায়েত ও অনুষ্ঠান বন্ধ ছিল। তবে এ বছর যেভাবে পুজোর বহু আগে থেকে মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, তাতে আশা করা যায় বিগত বছরের তুলনায় অনেক বেশি ভক্ত সমাগম হবে এবার।

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Kalipuja- এই গ্রামে কালী প্রতিমার দাম শুনলে চমকে যাবেন! ৩৫০ বছরের রীতি আজও অটুট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল