TRENDING:

Mid Day Meal Menu: সরকারি স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস! আনন্দে আত্মহারা পড়ুয়ারা

Last Updated:

হাওড়ার জুজারসাহা পি এন মান্না স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস! সোমবার দুপুরে এখানকার ছাত্রদের পাতে পড়ল লোভনীয় মাটন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সরকারি স্কুলের মিড ডে মিলে খাসির মাংস! এমনই অভাবনীয় ঘটনা দেখা গেল হাওড়ায়। আনন্দে আত্মহারা পড়ুয়ারা। এই অবাক বিষয়টি ঘটল জুজারসাহা পি এন মান্না স্কুলে।
advertisement

রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলের খাবারের গুণমান বা তা নিয়ে অভিযোগ কম নয়। কখনও খাবারে গোটা ডিম না দেওয়া, কখনও পোকামাকড় পড়ে থাকা খাবার ছোট ছোট ছেলে মেয়েদের পরিবেশন এমন ঘটনা অহরহ উঠে এসেছে সংবাদমাধ্যমে। সেখানে একটি সরকারি স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস থাকার বিষয়টি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। হাওড়ার এই স্কুলের মিড ডে মিলের মেনুতে এর আগে সোয়াবিন, ইলিশ মাছ থেকেছে। কিন্তু সোমবার দুপুরে প্রথম খাসির মাংস খাওয়ানো হল পড়ুয়াদের। গরম ভাতের সঙ্গে খাসির মাংস পেয়ে আনন্দে আত্মহারা তারা। সকলেই খুব খুশি হয়।

advertisement

আরও পড়ুন: নিয়ন্ত্রিত বাজারে নিষিদ্ধ কাফ সিরাপের কেনা-বেচা!

সোমবার জুজারসাহা পি এন মান্না স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬৫২ জন ছাত্র মিড ডে মিল খায়। তাদের প্রত্যেককেই খাসির মাংস খাওয়ানো হয়েছে। যারা অন্যান্য সময় স্কুলের মিড ডে মিল খেত না তারাও এ দিন স্কুলের ডাইনিং হলে হাজির ছিল। এই প্রসঙ্গে স্কুলের শিক্ষক দেবকুমার সরকার জানান, মিড ডে মিলের পুষ্টির দিকটা আমরা সবসময় লক্ষ রাখি। সেইসঙ্গে ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করা হয়ে যাতে পড়ুয়ারা উৎসাহ নিয়ে তা খায়। এর আগে একই লক্ষে ইলিশ মাছ, মুরগির মাংস খাওয়ানো হয়েছে। এদিন খাওয়ানো হল খাসির মাংস।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Mid Day Meal Menu: সরকারি স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস! আনন্দে আত্মহারা পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল