সোমবার সকালে উলুবেড়িয়া কলেজে সংস্কৃত বিভাগ ও আইকিউএসির উদ্যোগে এই আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হল। সেমিনারে প্রধান বক্তা হিসাবে অংশ নিয়েছিলেন পুরীর শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বিকে সোয়াইন, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল, প্রখ্যাত সংস্কৃত ব্যক্তিত্ব পন্ডিত ইন্দ্রাণী রামপ্রসাদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক কমল কুমার মিশ্রা সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ কোনও কলেরই মুখ নেই! অনর্গল বেরিয়ে যাচ্ছে জল! বেহুঁশ প্রশাসন
বক্তারা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে বর্তমান সমাজে ও জীবনে গীতার গুরুত্বের কথা তুলে ধরেন। উলুবেড়িয়া কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হেমন্ত ত্রিপাঠী জানান, যুবরাই আমাদের দেশ ও জাতির অগ্রগতির অগ্রদূত। তাদের সঠিক পথে চালনা করতে তথা আধুনিক সমাজে গীতার প্রভাব যে কতটা সুদূরপ্রসারী তা পড়ুয়াদের তুলে ধরতেই এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন।
Rakesh Maity