এক বছরের বেশি সময় ধরে মিল বন্ধ। গত বছর যখন সবে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন, সেই মুহূর্তে কাজ হারা হন সারেঙ্গা, মানিকপুর, সাঁকরাইল ও তার পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ।
কাজ ফিরে পেতে নানা চেষ্টা করেছে, তবে কোনও কাজই হয়নি। সে সময় শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে আন্দোলনের শামিল হয়েছিলেন বামপন্থীরা। কিন্তু খন সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা ও স্থানীয় শাসকদলের নেতাদের থেকে বিশেষ সুবিধা পায়নি বলেই অভিযোগ শ্রমিকদের একাংশের। কিন্তু, শেষে বিধায়িকার হাত ধরেই সুদিন ফিরল শ্রমিকদের জীবনে।
advertisement
রাকেশ মাইতি
Location :
West Bengal
First Published :
Jan 25, 2023 3:28 PM IST





