রেল সূত্রে জানা গেছে, জেলা থেকে বহু মানুষই ঠাকুর দেখতে কোলকাতায় আসেন। ঠাকুর দেখতে অনেকটাই রাত হয়ে যায়। তাই ঠাকুর দেখার পর রাতে যাতে নিশ্চিন্তে সাধারণ মানুষ বাড়ি ফিরতে পারেন সেই কারণেই রেলের তরফে রাতভর ট্রেন চালানোর উদ্যোগ।
রেল সূত্রে জানা গেছে, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ছাড়বে, রাত ১২.৪৫ মিনিটে ও রাত ১ টা'য়। ব্যান্ডেল থেকে হাওড়া আসার ট্রেন পাওয়া যাবে যথাক্রমে রাত ১১ টায় ও রাত সাড়ে ১১ টায়।অন্যদিকে, বর্ধমান মেন লাইনে রাত ১ টা ৫১ মিনিটে ট্রেন মিলবে।বর্ধমান থেকে রাত সাড়ে ১১ টায় হাওড়াগামী ট্রেন ছাড়বে।হাওড়া থেকে কর্ডের ট্রেন রাত ১.১৫ মিনিটে ছাড়বে।আর বধর্মান থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২.২৫ মিনিটে এবং তারকেশ্বর থেকে রাত ১১ টার সময় হাওড়াগামী ট্রেন ছাড়বে। পুজোর সময় রেলের এহেন পরিষেবায় খুশি যাত্রীরাও। এক যাত্রীর কথায়, দু'বছর কোভিডের কারণে বহু মানুষই সেভাবে ঠাকুর দেখতে পাননি। তাই এবার পুজোয় অনেকেই কোলকাতায় সপরিবারে ঠাকুর দেখতে আসবেন। ঠাকুর দেখে রাতে বাড়ি ফেরার জন্য রেলের উদ্যোগকে সাধুবাদ।
advertisement
রাকেশ মাইতি