মাছ ধরতে অধিকাংশ সময় নদীতেই কাটে মৎস্যজীবীদের। জানা যায়, গত ১০ থেকে ১২ বছর ধরে দুলালবাবু শ্যামপুরে রূপনারায়ণ নদীতে মাছ ধরছেন। মৎস্যজীবি দুলাল বাবু প্রতিদিনের মত মাছ ধরতে গতকালও বেরিয়েছিল, আর তার জালেতেই বিশাল আকার ভেটকি ধরা পড়ে। পাশাপাশি ওই মাছটি শ্যামপুর পাইকারি মাছ বাজারের এক পাইকারি মাছ বিক্রেতা তার থেকে প্রায় ৬০০ টাকা প্রতি কেজি দরে গোটা মাছটি কিনে নেন।
advertisement
ওই মাছটি খুচরো বাজারে আরও বেশি দামে বিক্রি হবে বলেই জানা যায়। প্রসঙ্গত গত মাস ছয়েক আগে ওই বাজারে একটি পুকুরের ভেটকি আসে। যার ওজন ছিলো প্রায় ১০ কেজির মতো। আর তার পর বাজারে এতবড় ভেটকি আসায় খুশি বাজারের মাছ ব্যবসায়ীরা। পাশাপাশি খুশি ওই মৎস্যজীবী দুলাল বাবুও, কারণ এতো বড় মাছ বিক্রি করে তিনি মোটা অঙ্কের মুনাফা পাওয়ায়। এদিকে দিঘার পর এতো বৃহৎ আকৃতির রূপনারায়ণেমেলায় খুশি ব্যবসায়ীরা।
রাকেশ মাইতি