জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা ধামিসা মোড়ে কলকাতা গামী লেনে তল্লাশি চালায়, সেই সময় শুক্রবার সন্ধ্যায় একটি থার্মোকলের বাক্স বোঝাই পিকআপ ভ্যান গাড়ি তল্লাশি চালিয়ে দেখেন থার্মকলের বক্সের আড়ালে গাঁজা। ওই বাক্সের ভিতরে প্যাকেটের মধ্যে রয়েছে। জানা যায়, ওই মেদিনীপুর থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
আরও পড়ুনঃ রয়েছে খেজুর পাতার ঝাড়ুর চাহিদা, তবে কাঁচা পাতার যোগান কম হওয়ায় চিন্তায় কারিগর!
হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, পুজোর প্রস্তুতি তেমনি মানুষ ইতিমধ্যেই পূজোর আনন্দে মেতেছে। চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা মণ্ডপসজ্জা থেকে কেনাকাটা। রাস্তাঘাট হাটবাজার সর্বোত্তই ব্যস্ততার ছাপ, এর আড়ালেই অসাধু চক্রের অপরাধমূলক কাজ হওয়ার সম্ভাবনা প্রবাল থাকে। সেই দিক গুরুত্ব রেখে মানুষের আনন্দে যাতে কোন ভাবে ছেদ না পড়ে প্রশাসন সজাগ। প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।
Rakesh Maity