TRENDING:

Howrah News: ভক্তির পথে বড় ভূমিকা তুলসী পাতা! সেখানেই ঠাকুর-দেবতার মুখ ফুটিয়ে তোলেন শুভজিৎ

Last Updated:

ছোট্ট তুলসী পাতায় ফুটে উঠছে দেবদেবীর ছবি, এই তুলসী পাতা যেমন ভক্তিজগতে কাজে লাগে তেমনি বিভিন্ন অসুখ থেকে উপশম পেতে তুলসী পাতা দারুন ভাবে ব্যবহার হয়, এই পাতার জুড়ি মেলা ভার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: ছোট্ট তুলসী পাতায় ফুঁটে উঠছে দেবদেবীর ছবি, এই তুলসী পাতা যেমন ভক্তিজগতে কাজে লাগে তেমনি বিভিন্ন অসুখ থেকে উপসম পেতে তুলসী পাতা দারুণ ভাবে ব্যবহার হয়, চলতি কথায় বলা চলে এই পাতার জুড়ি মেলা ভার। দুই থেকে পাঁচ সেন্টিমিটার পাতার উপর বিভিন্ন দেব-দেবী, ঋষি মনীষীর ছবি। যা রীতি মত চমকে দিয়েছে সকলকে।
advertisement

এমন কাজ করছেন হাওড়া বাগনান কল্যানপুর কাপড়ী পাড়ার শুভজিৎ দাস। শুভজিৎ এর মা জিতা দেবী জানান, সংসারে তখন অভাব অনটন। ছোট থেকে শুভজিৎ কাদা দিয়ে বিভিন্ন মূর্তি পাশাপাশি দেবদেবীর মূর্তিও তৈরি করত তা তৈরি করে নিজেই পুজো করত।

আরও পড়ুন -  অনেকদিন পর তৃপ্তির ঘুম ঘুমালেন অনুব্রত, খাবার খেলেন তৃপ্তিতে, রইল মেনু

advertisement

আরও পড়ুন -  বউকে খরপোষের টাকা না দিয়ে মুম্বইয়ে আত্মগোপন, আর্থিক বিশ্লেষককে খুঁজে ঢোকানো হল জেলে

View More

দেবদেবীর প্রতি ভক্তি পাশাপাশি ছবি আঁকার প্রতি মনোযোগ ছিল ওর। তা দেখেই কষ্ট করে শুভজিৎ কে আঁকার স্কুলে দেওয়া, তখন শুভজিৎ এর বয়স প্রায় চার বছর। আঁকাতে হাতে খড়ি শিল্পী সুব্রত কর্মকারের কাছে। শুভজিৎ জানায়, ছোট্ট এই তুলসী পাতার দেব দেবী বা মহাপুরুষদের ছবি আঁকতে মাত্র দুই থেকে চার মিনিট সময় লাগে।

advertisement

এই মাইক্রো পেন্টিং শুরু করেছে দুই থেকে তিন মাস আগে, ইতিমধ্যেই এই ক্ষুদ্র শিল্পকর্মের সুবাদে' ইন্ডিয়া বুক অফ রেকর্ড ' জাতীয় স্তরের একটি পুরস্কারও অর্জন করেছে শুভজিৎ। তার কর্মকাণ্ডে পরিবার সহ পাড়া-প্রতিবেশী সকলেই খুশি। অঙ্কন এবং লীলা কীর্তনের উপর বেশ নেশা রয়েছে জানায় তার মা জিতা দেবী, এই দুইয়ের উপর ভর করেই ভবিষ্যৎ গড়তে চায় সে, তার পরিবারও তার ইচ্ছার প্রতি সহ মত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ভক্তির পথে বড় ভূমিকা তুলসী পাতা! সেখানেই ঠাকুর-দেবতার মুখ ফুটিয়ে তোলেন শুভজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল