এমন কাজ করছেন হাওড়া বাগনান কল্যানপুর কাপড়ী পাড়ার শুভজিৎ দাস। শুভজিৎ এর মা জিতা দেবী জানান, সংসারে তখন অভাব অনটন। ছোট থেকে শুভজিৎ কাদা দিয়ে বিভিন্ন মূর্তি পাশাপাশি দেবদেবীর মূর্তিও তৈরি করত তা তৈরি করে নিজেই পুজো করত।
আরও পড়ুন - অনেকদিন পর তৃপ্তির ঘুম ঘুমালেন অনুব্রত, খাবার খেলেন তৃপ্তিতে, রইল মেনু
advertisement
আরও পড়ুন - বউকে খরপোষের টাকা না দিয়ে মুম্বইয়ে আত্মগোপন, আর্থিক বিশ্লেষককে খুঁজে ঢোকানো হল জেলে
দেবদেবীর প্রতি ভক্তি পাশাপাশি ছবি আঁকার প্রতি মনোযোগ ছিল ওর। তা দেখেই কষ্ট করে শুভজিৎ কে আঁকার স্কুলে দেওয়া, তখন শুভজিৎ এর বয়স প্রায় চার বছর। আঁকাতে হাতে খড়ি শিল্পী সুব্রত কর্মকারের কাছে। শুভজিৎ জানায়, ছোট্ট এই তুলসী পাতার দেব দেবী বা মহাপুরুষদের ছবি আঁকতে মাত্র দুই থেকে চার মিনিট সময় লাগে।
এই মাইক্রো পেন্টিং শুরু করেছে দুই থেকে তিন মাস আগে, ইতিমধ্যেই এই ক্ষুদ্র শিল্পকর্মের সুবাদে' ইন্ডিয়া বুক অফ রেকর্ড ' জাতীয় স্তরের একটি পুরস্কারও অর্জন করেছে শুভজিৎ। তার কর্মকাণ্ডে পরিবার সহ পাড়া-প্রতিবেশী সকলেই খুশি। অঙ্কন এবং লীলা কীর্তনের উপর বেশ নেশা রয়েছে জানায় তার মা জিতা দেবী, এই দুইয়ের উপর ভর করেই ভবিষ্যৎ গড়তে চায় সে, তার পরিবারও তার ইচ্ছার প্রতি সহ মত।
Rakesh Maity