বউকে খরপোষের টাকা না দিয়ে মুম্বইয়ে আত্মগোপন, আর্থিক বিশ্লেষককে খুঁজে ঢোকানো হল জেলে

Last Updated:

অর্থ কোপে আর্থিক বিশ্লেষকের ৬ দিনের  জেল, আইনজীবী অর্ণব দাস জানান, বকেয়া টাকা দিতে না চাওয়ায় ২৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বকেয়া টাকা না দেওয়ায় জেলযাত্রার উদাহরণ নতুন কিছু নয়।

Money market analyist jailed for 6 days- Photo- Representative
Money market analyist jailed for 6 days- Photo- Representative
#কলকাতা: খরপোষের অর্থ বাকি ১৩ লাখ, আর্থিক বিশ্লেষককে জেলে পাঠাল  আলিপুর আদালত। বাজারে অর্থের ওঠানামার বিশ্লেষণ করায় তুখোড়। আর্থিক বিশ্লেষক হিসেবে সোশ্যাল মিডিয়ায় সুখ্যাতি কুড়িয়েছেন অনেক। এহেন অর্থ বিশেষজ্ঞের জেল যাত্রায় অবাক হতে পারেন অনেকে। অবাক নয় আলিপুর আদালত চত্বর।
বিচারকের যুক্তি, ৮ বছর ধরে ঝুলে মামলা। কলকাতা হাইকোর্টও প্রাপ্য খোরপোষের টাকার ৪০% দিতে নির্দেশ দিয়েছে। তারপরেও নিজেকে এড়িয়ে যাওয়া মামলা থেকে। মুম্বই পা জমানো এস কেডিয়া'র সংস্থা থাকলেও, সেই ঠিকানায় গিয়েও তার কোন হদিশ পাননি তাঁর স্ত্রী। সরশুনা থানায় থাকাকালীন স্ত্রী গার্হস্থ্য আইনে মামলা করেন। মাসে ৪৫০০০ টাকা করে দেওয়ার নির্দেশ দেয় আলিপুর আদালতের অষ্টম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
advertisement
advertisement
সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কোলকাতা হাইকোর্টে যান আর্থিক বিশ্লেষক স্বামী। হাইকোর্ট টাকা দেওয়ার নির্দেশ কিছুটা পরিবর্তন করে দেয়। এরপরেও নিজেকে বারবার এড়িয়ে রাখা৷ আইনজীবী অর্ণব দাস জানান, দীর্ঘ সময় আদালতে বিভ্রান্তিকর অবস্থান দেখানোয় আদালত কড়া হতে বাধ্য হয়। আলিপুর আদালত কলকাতা ডেপুটি কমিশনারকে নির্দেশ দেন, মুম্বই থেকে স্বামীকে ধরে আনার।
advertisement
আদালতের নির্দেশ মেনে মুম্বই পৌঁছে যায় সরশুনা থানার একটি দল। সেখানে দিন সাতেকের চেষ্টায় খোঁজ মেলে স্বামী-র। মুম্বই থেকে অর্থ বিশ্লেষককে কলকাতায় আনা হয় সোমবার।  মঙ্গলবার আলিপুর আদালতের ৯ম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় তাকে। আলিপুর আদালত,  গার্হস্থ্য আইনে খরপোষের বকেয়া ১৩ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার শেষ সুযোগ দেয় অভিযুক্তকে। ২ লক্ষ টাকার বেশি দিতে রাজি হননি স্বামী।
advertisement
আইনজীবী অর্ণব দাস জানান, বকেয়া টাকা দিতে না চাওয়ায় ২৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বকেয়া টাকা না দেওয়ায় জেলযাত্রার উদাহরণ নতুন কিছু নয়। তবে মুম্বইয়ে অর্থের বাজার বিশ্লেষণের কারবারি'র জেলযাত্রা সাম্প্রতিক সময়ে দৃষ্টান্তমূলক বলছেন, অনেক আইনজীবী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বউকে খরপোষের টাকা না দিয়ে মুম্বইয়ে আত্মগোপন, আর্থিক বিশ্লেষককে খুঁজে ঢোকানো হল জেলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement