প্রত্যন্ত দেউলপুর ও তার পার্শ্ববর্তী গ্রাম থেকে উঠে আসা অচিন্ত্য শিউলি, শ্রাবণী দাস, কোয়েল বরের মত নক্ষত্ররা। কমনওয়েলথে সোনা জয়ের পর এশিয়ান গেমসে শোনা আসবে অচিন্ত্যর হাত ধরে। এমনটাই আশা করেছিল দেশের মানুষ। তবে শেষ সময় চোটের জন্য এশিয়ান গেমসের সিলেকশন থেকে বাদ পড়ে অচিন্ত্য শিউলি। এই খবর শুনে দেশের পাশাপাশি অচিন্ত্য’র গ্রাম দেউলপুরের মানুষকে নিরাশ হয়ে থাকতে হয়েছে। তবে চলতি বছরে কোয়েল বর এবং শ্রাবণী দাসের জোড়া সাফল্যে গর্বিত হয়েছে এই বাংলা।
advertisement
আরও পড়ুন – Kojagari Laxmi Puja 2023: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, উপোস করুন কিন্তু এইভাবে তাহলে হবে না শরীর খারাপ
এর কয়েক মাস কাটতে না কাটতেই আবারও জাতীয় স্তরে সফলতা শ্রাবণী দাস এর হাত ধরে। শ্রাবণী স্নেচে ৮১ কেজি এবং জারকে ১০৬ কেজি ওজন তুলে ৫৫ কেজি বিভাগে রূপো। এই প্রতিযোতায় প্রথম স্থান অধিকার করে মনিপুরের রানীবালা দেবী। এই সফলতা গ্রামের সাধারণ মানুষ ভীষণভাবে খুশি। তার পাশাপাশি আগামীর নক্ষত্ররা দারুন ভাবে উৎসাহিত।
হাওড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থান পাঁচলা ব্লকের অন্তর্গত দেউলপুর গ্রাম। পরিবারের অর্থনৈতিক সংকট তবুও গ্রামের ছেলেমেয়েরা দেশের হয়ে পদক জয় করতে লড়াই চালিয়ে যাচ্ছে অনবরত। গ্রামে বেশ কিছু প্রবীণ খেলোয়াড় রয়েছে। তারাই হল আসল কারিগর যারা নেপথ্যে থেকে অচিন্ত্য শ্রাবণী কোয়েলদের মতো রত্ন তৈরিতে সহযোগিতা করছেন। অচিন্ত্য শ্রাবণীদের দেখে নতুন করে আরও বেশি উৎসাহিত হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা।
Rakesh Maity