আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসে কলকাতায়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারত সহ মোট ৮টি দেশের প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় ভারত শ্রেষ্ঠ স্থান অধিকার করে। এর মধ্যে হাওড়া জেলায় একাধিক পদক জয়। আন্তর্জাতিক স্তরে প্রত্যুষার সাফল্য আশার আলো দেখছে পরিবার। বড় হয়ে ক্যারাটেকে নিয়ে এগিয়ে যেতে চায় ছোট্ট প্রত্যুষা। ক্যারাটের পাশাপাশি নাচ ও আঁকতেও ভাল লাগে প্রত্যুষার।
advertisement
আরও পড়ুন – জেলা সভাপতি পরিবর্তন নিয়ে বিক্ষোভের জের, তড়িঘড়ি জায়গা দেওয়া হল বিজেপির রাজ্য এক্সিকিউটিভ কমিটিতে
মেয়ে দেশের হয়ে পদক আনায় স্বভাবতই খুশি প্রত্যুষার মা সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামীদিনে ক্যারাটেকে নিয়ে মেয়ে এগিয়ে যেতে চাইলেও তাতে আপত্তি নেই। এ বিষয়ে বাড়ির সকলের সহোগিতা তো রয়েছে। তবে আগামী দিনে ক্যারাটে খেলার জন্য সরকার সাহায্যর হাত বাড়িয়ে দিলে অবশ্যই আনন্দিত হবে বলে জানান সুপর্ণাদেবী।
মেয়ে ভবিষ্যতে ক্যারাটে খেলাকে পেশা হিসাবে বেছে নিয়ে দেশের নাম যাতে উজ্বল করতে পারে সেই ইচ্ছাই প্রকাশ করলেন প্রত্যুষার বাবা প্রলয় বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তরুণ প্রজন্ম যাতে অন্যান্য খেলার পাশাপাশি ক্যারাটেকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে প্রলয়বাবুর আবেদন সরকার যাতে ক্যারাটে প্রতিযোগীদের কিছু সুযোগ -সুবিধা দেয়।
বর্তমান সময়ে আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি এই ক্যারাটে প্রশিক্ষণে ছেলেমেয়েদের শরীরচর্চারও একটা ভাল দিক। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তে ক্যারাটে প্রশিক্ষণ শিবির গড়ে উঠেছে। ফলে আগামী দিনে আরও সাফল্য পাবে বলেই আশা জেলাবাসীর।
Rakesh Maity