Healthy Lifestyle: ডায়েট থেকে আলু পুরো বাতিল, বড় সর্বনাশ থেকে বাঁচতে এখুনি খান, গুণে ভরা বাঙালির প্রিয় আলু
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: আলু খেলে আমাদের শরীরে দ্রুত শক্তি উৎপাদিত হয়। আলুতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা তাৎক্ষণিক এনার্জি উৎপন্ন করে এবং মন ও শরীরের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।
আলু মানেই কী শুধু ওজনবৃদ্ধি, ডায়াবেটিসে খাওয়া মানা এই সব, আলুর কি পুরোটাই দোষ নাকি গুণও আছে৷ দেশের অন্যতম বৃহত্তম সংবাদ বিশেষজ্ঞদের বক্তব্য সকলকে চমকে দিয়েছে৷ তাদের দাবি আলু স্বাস্থ্যকর এবং পুষ্টিতে ভরপুর। আলুতে রয়েছে ফাইবার, পটাসিয়াম, আয়রন, ভিটামিন সি এবং ভিটামিন বি ৬। এত খাদ্যগুণ থাকা সত্ত্বেও কেন আলুকে অস্বাস্থ্যকর মনে করা হয়? বিশেষজ্ঞদের মতে, এর কারণ হল আলু যেভাবে রান্না করা হয় তা আলুকে অস্বাস্থ্যকর খাবার হিসেবে দেখায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
আলু খেলে আমাদের শরীরে দ্রুত শক্তি উৎপাদিত হয়। আলুতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা তাৎক্ষণিক এনার্জি উৎপন্ন করে এবং মন ও শরীরের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। যারা জিমে ব্যায়াম করেন তাদের বেশি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। পাশাপাশি হজম সহজে করার জন্যেও কার্বোহাইড্রেট অত্যন্ত প্রয়োজনীয়।