গাড়ির মধ্যেই স্টিয়ারিং হাতে ঘুমিয়ে না পড়েন সে ব্যবস্থা করা। তারজন্যে শীতের রাতে তাদের চোখে-মুখে জল দিয়ে হাতে এক ভাঁড় গরম কফি, বিস্কুট। দেওয়া হল তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে। এ বিষয়ে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস। তিনি বলেন, শহর যখন কনকনে শীতপ্রবাহে জেরবার ওঁরা তখন জীবিকা নির্বাহ করছে।
advertisement
আরও পড়ুন - Weather Alert: হু হু করে উত্তুরে হাওয়া, কলকাতাকে কাঁপাতে শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েক দিন, ওয়েদার আপডেট
প্রতি দিনের মতো ট্রাক ও লরির স্টিয়ারিং ধরে নিজ গন্তব্যস্থলে পৌঁছতে রাজপথে। শুক্রবার ঠিক এমনই শীতের মধ্যরাতে গাড়ি চালকদের নিদ্রাজনিত অস্বস্তি কাটাতে কফি ও বিস্কুট দেওয়া তার পাশাপাশি কুয়াশা আছন্ন পথে ওনারা যাতে ধীর গতিতে সাবধানতার সাথে গাড়ি চালনা করেন তার বার্তা। এছাড়াও ট্রাফিক সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প "সেফ ড্রাইভ সেভ লাইফে "র নির্দেশিকাগুলো তাদের মধ্যে তুলে ধরা।
আরও পড়ুন - এমন আবহাওয়া থাকলে আগামীতে ধানের চারা নষ্ট হয়ে যাবে, বাঁচাতে রইল টিপস
শীতের মধ্যরাতে দক্ষিণ হাওড়ার অন্তর্গত কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেলেপোলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের ভোরে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায়। তার জন্যই গাড়ি চালকদের সচেতন করতে এই উদ্যোগ। উদ্যোক্তারা জানায়, এতে দুর্ঘটনা কমবে বলেই আশাবাদী। শীতকালে কুয়াশার কারণে অনেক বেশি দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা কমাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালক থেকে সাধারণ মানুষ।
Rakesh Maity






