TRENDING:

Howrah News: শীতের রাতে ক্লান্তিতে ঘুম এসে যায়, জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়

Last Updated:

জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়, দক্ষিণ হাওড়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস যুবকর্মীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: রাতের শহরে দুর্ঘটনার হার কমাতে এবার অভিনব কর্মসূচি নিল দক্ষিণ হাওড়া বেশ কিছু যুবক। এ বিষয়ে চালকদের সচেতন করতে শুক্রবার মধ্যরাতে বেশ কিছু উদ্যোগও নেয় তাঁরা। সারারাত গাড়ি চালানোর পর চালকরা ক্লান্তিতে স্টিয়ারিং হাতেই ঘুমিয়ে পড়ে। এর ফলে দুর্ঘটনার ঘটতে পারে।
জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়
জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়
advertisement

গাড়ির মধ্যেই স্টিয়ারিং হাতে ঘুমিয়ে না পড়েন সে ব্যবস্থা করা। তারজন্যে শীতের রাতে তাদের চোখে-মুখে জল দিয়ে হাতে এক ভাঁড় গরম কফি, বিস্কুট। দেওয়া হল তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে। এ বিষয়ে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস। তিনি বলেন, শহর যখন কনকনে শীতপ্রবাহে জেরবার ওঁরা তখন জীবিকা নির্বাহ করছে।

advertisement

আরও পড়ুন -  Weather Alert: হু হু করে উত্তুরে হাওয়া, কলকাতাকে কাঁপাতে শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েক দিন, ওয়েদার আপডেট

প্রতি দিনের মতো ট্রাক ও লরির স্টিয়ারিং ধরে নিজ গন্তব্যস্থলে পৌঁছতে রাজপথে। শুক্রবার ঠিক এমনই শীতের মধ্যরাতে গাড়ি চালকদের নিদ্রাজনিত অস্বস্তি কাটাতে কফি ও বিস্কুট দেওয়া তার পাশাপাশি কুয়াশা আছন্ন পথে ওনারা যাতে ধীর গতিতে সাবধানতার সাথে গাড়ি চালনা করেন তার বার্তা। এছাড়াও ট্রাফিক সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প "সেফ ড্রাইভ সেভ লাইফে "র নির্দেশিকাগুলো তাদের মধ্যে তুলে ধরা।

advertisement

View More

আরও পড়ুন -  এমন আবহাওয়া থাকলে আগামীতে ধানের চারা নষ্ট হয়ে যাবে, বাঁচাতে রইল টিপস

শীতের মধ্যরাতে দক্ষিণ হাওড়ার অন্তর্গত কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেলেপোলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের ভোরে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায়। তার জন্যই গাড়ি চালকদের সচেতন করতে এই উদ্যোগ। উদ্যোক্তারা জানায়, এতে দুর্ঘটনা কমবে বলেই আশাবাদী। শীতকালে কুয়াশার কারণে অনেক বেশি দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা কমাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালক থেকে সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: শীতের রাতে ক্লান্তিতে ঘুম এসে যায়, জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল