Rice Cultivation Tips: এমন আবহাওয়া থাকলে আগামীতে ধানের চারা নষ্ট হয়ে যাবে, বাঁচাতে রইল টিপস
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
বোরো ধানের বীজতলায় বড় হচ্ছে চারা। এদিকে জাঁকিয়ে শীত পড়েছে মালদহে। প্রতিদিন তাপমাত্রার পারদ কমেই চলেছে সঙ্গে কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। এমন আবহাওয়ার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতির সম্ভাবনা রয়েছে।
#মালদহ: বোরো ধানের বীজতলায় বড় হচ্ছে চারা। এদিকে জাঁকিয়ে শীত পড়েছে মালদহে। প্রতিদিন তাপমাত্রার পারদ কমেই চলেছে সঙ্গে কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। এমন আবহাওয়ার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমনি সূর্যের আলোর অভাবে ও কুয়াশা থাকায় বীজতলায় ধানের চারা হলুদ হতে শুরু করেছে।
এমন আবহাওয়া থাকলে আগামীতে ধানের চারা নষ্ট হয়ে যাবে। তাই আগে থেকেই কৃষকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন কৃষি দফতরের কর্তারা। এই শীতে বীজতলা ভালো রাখতে যে ভাবে বীজতলার পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন সেগুলি হল, প্রতিদিন সকালে গাছের চারার শিশির ঝরাতে হবে দড়ি দিয়ে, বীজতলায় নিয়মিত জল দাঁড়িয়ে থাকলে কালো ছাই দিয়ে রাখতে হবে। পারলে বীজতলা সাদা পলেথিন দিয়ে ঢেকে রাখতে হবে। প্রতিদিন সন্ধ্যায় জল দিতে হবে, সকালে জল বার করে দিতে হবে। এই সমস্ত নিয়ম মেনে বীজতলার পরিচর্যা করলে চারা গাছ ভাল থাকবে। গাছের বৃদ্ধি হবে।
advertisement
advertisement
আরও পড়ুন - Weather Alert: হু হু করে উত্তুরে হাওয়া, কলকাতাকে কাঁপাতে শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েক দিন, ওয়েদার আপডেট
মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর জেলায় বোরো মরশুমে মোট ধান চাষ হয়েছিল ৬৫ হাজার ৪৪২ হেক্টর জমিতে। মালদহ জেলার প্রতিটি ব্লকে মূলত বোর ধান চাষ হয়ে থাকে। তবে পুরাতন মালদহ হবিবপুর, গাজোল, বামনগোলা এই সমস্ত ব্লকের বিল সংলগ্ন নিচু জমিতে সাধারণত বোরো ধান চাষ বেশি হয়।
advertisement
এই বছর জেলা কৃষি দফতরের তরফ থেকে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৬৩ হাজার ১০০ হেক্টর জমিতে। জেলায় মোট ছয় হাজার ৩৮৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। ইতিমধ্যে ৬৩৪ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। চলতি মরশুমে এখন পর্যন্ত আবহাওয়া শীতল। বোরো ধানের পক্ষে খুব একটা ক্ষতি নয়, তবে সতর্ক থাকতে হবে কৃষকদের।
advertisement
Harashit Singha
view commentsLocation :
West Bengal
First Published :
January 08, 2023 2:13 PM IST
