Cooch Behar News: লুকিয়ে একটুখানি জমিতে নয়,১৫ বিঘা জমিতে দেদার গাঁজার চাষ, তারপর...
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
অবৈধ ভাবে চাষ করা হয়েছিল গাঞ্জা! পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযানে নষ্ট করা হল এই গাছ।
#সাহেবগঞ্জ: অবৈধ ভাবে চাষ করা হয়েছিল গাঁজার! পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযানে নষ্ট করা হল চাষ করা গাঁজার গাছ। গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে গিয়ে ১৫ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করল সাহেবগঞ্জ থানার পুলিশ এবং আবগারি দফতর। বিগত বেশ কয়েকদিন ধরে চলছে অবৈধ গাঁজা গাছের বিরুদ্ধে অভিযান। তবে এদিন কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভিন্ন এলাকায় এই অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকেরা।
এদিনের এই অবৈধ গাঁজা গাছের বিরুদ্ধে করা অভিযানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার এসআই রাহুল ওঁরাও, পামেলা শেরপা এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গেছে, "অবৈধ গাঁজা গাছের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে যতদিন না অবৈধ এই গাঁজা চাষ বন্ধ হচ্ছে গোটা এলাকায়। আগামি দিনেও এই অভিযান লাগাতার চালানো হবে। এদিনের এই অভিযানে সর্বমোট ১৫ বিঘা অবৈধ গাঁজা গাছের চাষ করা গাছ নষ্ট করে দেওয়া হয়েছে।" কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় অবৈধ ভাবে গাঁজার চাষ দিনে দিনে বেড়েই চলেছে।
advertisement
advertisement
তবে স্থানীয় পুলিশের এবং আবগারি দফতরের তীক্ষ্ণ নজর রয়েছে সেই দিকে। মাঝে মধ্যেই অভিযান চালানোর মাধ্যমে নষ্ট করে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ গাঁজার চাষ। বাংলাদেশ ও অসম সীমান্ত লাগোয়া জেলা হওয়ার কারণে কোচবিহার জেলায় অবৈধ চাষাবাদ এবং পাচারের বিষয় বেশি চোখে পড়ে।
advertisement
আরও পড়ুন - Viral Video: শট মারার পর ভারসাম্য হারিয়ে ধাঁই করে মাটিতে পরে গেলেন সূর্যকুমার, তারপরেও ‘কাজের কাজ’
তবে জেলা পুলিশ তৎপরতার সাথে গোটা বিষয়গুলির মোকাবিলা করে। এবং আবগারি দফতরের ও ভূমিকা রয়েছে যথেষ্ট এই বিষয় গুলি আটকানোর বিষয় নিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে মাঝে মধ্যে আটক করা হয় বিপুল পরিমাণে গাঁজা। এবং নষ্ট করে দেওয়া হয় অবৈধ ভাবে করা গাঁজার চাষ।
advertisement
Sarthak Pandit
Location :
West Bengal
First Published :
January 08, 2023 1:09 PM IST