বিধানসভা ভোটের আগে ত্রিপুরার পঞ্চায়েত এলাকায় প্রচারে জোর তৃণমূলের

Last Updated:

যোগদান কর্মসূচি শুরু করেছে জোড়াফুল শিবির। 

TMC is emphasizing in tripura panchayat area just before assembly elections
TMC is emphasizing in tripura panchayat area just before assembly elections
#আগরতলা:  বিধানসভা ভোটের আগে বিজেপির রথযাত্রা চলছে ত্রিপুরা রাজ্য জুড়ে৷ তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের আগে সভা করছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে পঞ্চায়েত এলাকা বাছাই করে করে সভা করছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব, স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়।
উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা কুর্তি বিধানসভা অন্তর্গত রানিবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার পিয়ারাছরা বাজারের নিকট এক সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল হাসিম তালুকদার, উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল নাথ, কদমতলা কুর্তি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নাথ-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
advertisement
advertisement
এই সভায় উত্তর ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মীরা যোগ দিয়েছিলেন। দলীয় সূত্রে দাবি, উত্তর ত্রিপুরার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়ে এই সভায় সামিল হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দরা জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছে আগামীদিনে রাজ্যের মানুষের স্বার্থে যত রকম পদক্ষেপ নেওয়ার দরকার তারা নেবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
advertisement
এই সভায় বক্তব্য রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, "আমার চিরবিশ্বাস যে, তৃণমূল কংগ্রেস কর্মীরা পরিশ্রম করছে। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সম্মুখে এসেছি, আপনাদের সমর্থন চাইতে। আমি বলতে বাধ্য হচ্ছি যে, ২০১৮ সালে বিজেপি নির্বাচনের আগে ত্রিপুরায় মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা একটাও পালন করেনি। এই বিজেপি মিথ্যার দল। ত্রিপুরা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়েছে ও আশীর্বাদ করেছে, এবং আমি বলবো বিজেপিকে হারাতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রকল্প ত্রিপুরায় আনতে চাই।"
advertisement
বাম-কংগ্রেস-তিপ্রামোথা সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো করে লড়াইয়ে নেমেছে। বিশেষ নজর গ্রামাঞ্চলে। সেখানেই বেশি করে প্রচার সারছেন তারা৷ তৃণমূল কংগ্রেসের দাবি, অনেকেই তাদের দলে যোগ দিচ্ছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিধানসভা ভোটের আগে ত্রিপুরার পঞ্চায়েত এলাকায় প্রচারে জোর তৃণমূলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement