ওই যুবক ঘটনা ঘটিয়ে গা ঢাকা দেয়। এদিকে এঘটনার জানা জানি হওয়ার পরেই স্কুলের সামনে হাজির হন স্কুলের অন্যান্য ছাত্রীদের অভিভাবকরা, তারা বিক্ষোভ দেখায় স্কুলে সামনে দাঁড়িয়ে। পরে ঘটনাস্থলে এসে পৌছায় বাউড়িয়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে আহত ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাউড়িয়া হাসপাতালে।
আরও পড়ুন: কোভিড কাটিয়ে বছরের প্রথম দিন হাজারদুয়ারিতে রেকর্ড ভিড়, দেখুন
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গের এই ইকো পার্কের একদিকে বিশাল পাইন বন, অন্যদিকে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা! মিস করবেন না
আহত ওই ছাত্রীর থেকে জানা গেছে ওই যুবক মুখে মাস্ক পরে ছিল। স্কুলছাত্রীর উপর এহেন ঘটনা তাও প্রকাশ্যে দিবালোকে, এর ফলে একদিকে যেমন অভিভাবকরা চিন্তিত অন্যদিকে তারা ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন। কিন্তু স্কুল চত্বরে সিসিটিভি থাকলেও ওই দুষ্কৃতীকে কেন এখনও চিহ্নিত করতে পারলেনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এদিকে গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাউড়িয়া থানার পুলিশ।
রাকেশ মাইতি