Darjeeling News: উত্তরবঙ্গের এই ইকো পার্কের একদিকে বিশাল পাইন বন, অন্যদিকে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা! মিস করবেন না

Last Updated:

চারদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না।

+
লামাহাটা

লামাহাটা

#দার্জিলিং: চারদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা কে দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না। আর এমন সৌন্দর্য উপভোগ করতে আপনাকে আসতেই হবে লামাহাটা ইকো পার্কে।
দার্জিলিং থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট গ্রাম হল এই লামাহাট্টা বা লামাহাটা। এর উচ্চতা প্রায় ৫৭০০ ফিট । মুলত শেরপা , ভুটিয়া তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। লামা কথার অর্থ হল বৌদ্ধ ভিক্ষু এবং হাট্টা কথার অর্থ হল বাসস্থান অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন, ভারতীয় সরকার তিব্বতীয় লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন , তাই এই জায়গাটির নাম লামাহাট্টা।
advertisement
আরও পড়ুন: কোভিড কাটিয়ে বছরের প্রথম দিন হাজারদুয়ারিতে রেকর্ড ভিড়, দেখুন
আর লামাহাটার দর্শনীয় স্থান হল লামাহাটা ইকোপার্ক । একদিকে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপর দিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য তার সঙ্গে বিভিন্ন রঙিন ফুলের গাছ ও প্রজাপতি এইসব পেয়ে যাবেন এই লামাহাট্টা ইকো-পার্কে, এই পার্কে বিভিন্ন স্থানে বসে থাকার জাায়েগা করা হয়েছে যেখানে বসে প্রকৃতি প্রেমিরা মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন ।
advertisement
advertisement
প্রসঙ্গত বলে রাখা ভাল এই পার্কে প্রবেশ করার জন্য টিকেট কাটতে হবে যার মূল্য ১৫ টাকা জনপ্রতি। লামাহাটা হল ভ্রমণকারীদের জন্য একটি নিখুঁত উপলক্ষ্য গন্তব্য যারা শহুরে জীবনের দম বন্ধ করা পরিবেশথেকে বেরিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য্য উপভোগ করতে চান এবং ভ্রমণপ্রিয় মানুষের জন্য এটি একটি সুন্দর জায়গা হয়ে উঠেছে। এর অসাধারণ এবং বিস্ময়কর ফুলগুলি জায়গাটির সৌন্দর্যকে আরো প্রস্ফুটিত করে এবং নার্সারিগুলি একটি আলাদা মাত্রা জুড়ে দেয়। লামাহাটা দার্জিলিং এবং কালিম্পং-এর মতো সমস্ত ভ্রমণ কেন্দ্রের সাথে অনেক বেশি যুক্ত।
advertisement
লামাহাটা পৌঁছতে হলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে এনজিপি স্টেশন থেকে যদি বাসে আসেন তবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এবং অথবা যদি আপনারাা ফ্লাইটে আসেন তবে বাগডোগরা এয়ারপোর্ট থেকে লামাহাটার জন্য সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে আসতে পারেন ।
advertisement
সরাসরি গাড়ি ভাড়া করে আসলে আপনাদের গাড়ি ভাড়া পরে যাবে, যদি ছোট গাড়ি ভাড়া করেন তবে সেক্ষেত্রে খরচ পরবে ২০০০ থেকে ৩০০০ টাকা অথবা আপনার যদি বড় গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে পড়ে যাবে ২৫০০ থেকে ৩৫০০ টাকা। এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে লামাহাটা পৌঁছাতে পারবেন। শেয়ার গাড়িতে এলে খরচ পরবে প্রায় ৪০০-৬০০ টাকা
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Darjeeling News: উত্তরবঙ্গের এই ইকো পার্কের একদিকে বিশাল পাইন বন, অন্যদিকে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা! মিস করবেন না
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement