TRENDING:

Howrah News | Child Trafficking: এ কেমন মা! টাকার লোভে নিজের সন্তানদেরই পাচার করে দেয় মহিলা! বাড়িতেই পাচারচক্র!

Last Updated:

Howrah News | Child Trafficking: অমানবিক ঘটনা! টাকার লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এ ঘটনা তারই প্রমাণ। পড়াশুনোর নামে সন্তানদের বিক্রি করছে মা নিজেই! চারটি সন্তান উধাও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: অমানবিক ঘটনা, হাওড়ার সাঁকরাইলে। পৃথিবীর শ্রেষ্ঠ মা ও ছেলের সম্পর্ক, যে সম্পর্কে নারীর যোগ! পৃথিবীর যেকোনও সম্পর্ককে হার মানায়, তবে এই মা ছেলের সম্পর্ককে হার মানালো টাকা। হাওড়া সাঁকরাইল নলপুর উলা ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা রত্না ব্যানার্জি কয়েক বছর আগে নিজের পছন্দের পাত্র কোলাঘাটের বাসিন্দা বিশ্বজিতের সঙ্গে বিবাহ করেন। জানা যায়, রত্না স্বামীর ঘরে কিছুদিন থাকার পরেই চলে আসে সাঁকরাইল উলা ব্রাহ্মণ পাড়ায় তার বাপের বাড়িতে, তার সঙ্গে চলে আসে স্বামী বিশ্বজিৎও সেখানেই তারা পাকাপাকি ভাবে বসাবস শুরু করে। বাপের বাড়িতেই দু'জনে বসবাস শুরু করে, তবে শুরু থেকেই তাদের গতিবিধি যে মোটেও ভাল ছিল না একথা জানিয়েছেন পাড়া-প্রতিবেশী।
advertisement

রত্না ও বিশ্বজিতের এক এক করে মোট চার চারটি সন্তানের জন্ম হয়। তাদের চার সন্তানের মধ্যে প্রথম দু'জন ৩-৪ বয়স হতে লেখা পড়ার নামে হোস্টেলে সম্পূর্ণ বিনামূল্যে রাখা হচ্ছে বলে জানায় রত্না ও বিশ্বজিৎ , দুই সন্তানকে সেখানে পাঠিয়ে দেয়।

বাড়ির লোকজন এবং পাড়া প্রতিবেশীরা জানায়, কয়েক বছর কেটে যায় যখন ছেলে মেয়ের সঙ্গে আর কোন সম্পর্ক বা তারা আর কখনও বাড়িতে আসেনি তাদের খোজ খবর তাদের আর দেখাও যায়নি। এর ফলেই সন্দেহ জাগে সকলের, যদিও রত্না বা বিশ্বজিতকে তাদের সন্তানের কথা কেউ জানতে চাইলে, রত্না কাউকে পাত্তাই দিত না বলেই অভিযোগ।

advertisement

এ বিষয়ে রত্নার ভাই মৃগাঙ্ক ব্যানার্জি জানায়, বছরের পর বছর তাদের ভাগনা ভাগ্নির খোঁজ নেই এ কথা দিদিকে জানতে চাইলে অশান্তি মারধর করতে বলেই জানিয়েছে সে। রত্নার স্বামী নির্দিষ্ট কোনও কাজই করত না, সন্তান বিক্রির টাকাতেই তাদের সংসার চলত বলেই মনে করে স্থানীয়রা।সূত্র মারফত খবর পেয়ে পুলিশ অভিযান চালাতে, দম্পতির শিশু কারবারের হদিশ মেলে, পুলিশ এই ঘটনায় মোট চারজনকে আটক করেছে, রত্না, বিশ্বজিৎ এবং রত্নার মা ও খুরতুতো এক দাদাকে।দম্পতির দুই শিশু পুলিশ হেফাজতে তাদেরকে হোমে পাঠানো হবে বলেই জানা যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News | Child Trafficking: এ কেমন মা! টাকার লোভে নিজের সন্তানদেরই পাচার করে দেয় মহিলা! বাড়িতেই পাচারচক্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল