কীভাবে কোথা থেকে এই দেহ এল কেউ আন্দাজ করতে পারেনি। পড়ে জানা যায়, ওই ব্যক্তির নাম মন্টু দাস। তার বাড়ি সাঁকরাইল রামচন্দ্রপুর মল্লিকপাড়ায়। এলাকার সূত্রে জনা যায়, অত্যাধিক মদ্য পানের ফলেই এই ঘটনা। যদিও এই ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য। কিভাবে এই ঘটনা তা সকলের অজানা। মৃতের দাদা মিন্টু দাস জানান, ভাই দুদিন ধরে নিখোঁজ ছিল। সে ভাবে কাজও করত না। নিজের খরচ চালানোর জন্য মাঝে মধ্যে ভ্যান চালাত সে।
advertisement
আরও পড়ুন: হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে বসে মানুষ! তারপর? জয়নগরে শোরগোল
মিন্টু দাস জানান, তাঁর ভাই বিবাহিত। স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। ঘটনা জানাজানি হলে পরিবারে শোকের ছায়া। তবে কিভাবে এমন ঘটনা কিছু ভেবে উঠতে পাচ্ছেন না মিন্টু দাস। এই ঘটনার জন্য কারোর উপর দোষারোপ করেননি। জানা গিয়েছে এদিন হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি কারনে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।
রাকেশ মাইতি