South 24 Parganas News: হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে বসে মানুষ! তারপর? জয়নগরে শোরগোল
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
South 24 Parganas News: পথচলতি মানুষের চোখে পড়ে এক ব্যক্তি মাঠের ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজের বিদ্যুৎ এর খুটির ওপর উঠছে। তারপরের ঘটনা চমকে দেবে...
জয়নগর : আচমকা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে নিয়ে নাকনিচোবানি খেতে হল পুলিশ, দমকল, বিদ্যুৎ দফতর, চিকিৎসক সহ একাধিককে।জয়নগর থানার মহিষমারি পুলিশ ক্যাম্পের কাছে পথচলতি মানুষের চোখে পড়ে এক ব্যাক্তি রাস্তার পাশ দিয়ে যাওয়া মাঠের ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজের বিদ্যুৎ এর খুটির ওপর উঠছে।তৎক্ষনাৎ স্থানীয় মানুষ জয়নগর থানায় খবর দেয়। পাশাপাশি জয়নগর বিদ্যুৎ দফতরের অফিসে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আধিকারিকরা ওই বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
আর খবর পেয়ে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী, জয়নগর মজিলপুর দমকল, বিদ্যুৎ দফতর, মহিষমারি পুলিশ ক্যাম্প, চিকিৎসক সবাই হাজির হয়। এরপর নানান ভাবে তাকে নামানোর জন্য বোঝানোর চেষ্টা চলে। মাঠের মাঝখানে ওই ব্যক্তিকে দেখে কৌতুহলী মানুষের ভিড় জমে যায় ঐ এলাকায় ।তারপর বুঝিয়ে সুঝিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিটিকে নিচে নামিয়ে আনা হয়।
advertisement
advertisement
পুলিশ জানতে পারে ওই মানসিক ভারসাম্ হীন ব্যাক্তিটির বাড়ি জয়নগর থানার শ্যামনগর এলাকায়। তাকে শেষ পর্যন্ত তাঁর বাড়িতে পৌঁছে দেন পুলিশ।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 7:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে বসে মানুষ! তারপর? জয়নগরে শোরগোল