TRENDING:

Howrah News: বুধবার বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর ফের বৃহস্পতিবারেও পথ দুর্ঘটনায় মৃত্যু

Last Updated:

ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, উলুবেড়িয়া কুলগাছিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বুধবার উলুবেড়িয়ার নিমদিঘিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই শিশু সহ এক মহিলার। সেই মৃত ব্যক্তিরা প্রত্যেকে উত্তর উলুবেড়িয়া জোয়ারগড়ির বাসিন্দা ছিল। সেই ঘটনার পর বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ আবারও ১৬ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনার মৃত্যু হল ওই একই গ্রামের এক যুবকের।
আবারো ১৬ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের
আবারো ১৬ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের
advertisement

জানা যাচ্ছে ১৬ নম্বর জাতীয় সড়কের কুলগাছিয়া শ্রীকৃষ্ণপুরের কাছে বাইকের ধাক্কায় মৃত এক ও আহত দুই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করে। দুজনের অবস্থা গুরুতর। মৃত যুবকের নাম ইন্দ্রনীল কারক। তার বাড়ি রাজাপুর থানার জোয়াড়গোড়ি এলাকায় বলে জানা গেছে।

advertisement

আরও পড়ুন -  এলাকায় ষাঁড়ের তাণ্ডব, ঘুম উড়েছে  'ভোলার' প্রলয় কাণ্ড

সূত্র মারফৎ আরো জানা যায়, হাওড়ামুখী লেন দিয়ে এক অটোতে পাঁচ বন্ধু মিলে উলুবেড়িয়ার দিকে আসছিল। সেই সময় কুলগাছিয়া শ্রীকৃষ্ণপুরের কাছে অটো থামিয়ে তিন বন্ধু রাস্তায় নামে তখনই ওই লেন দিয়ে একটি বাইক এসে তাঁদেরকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় ইন্দ্রনীল কারকের, বয়স ২৫ বছর। গুরুতর আহত হয় বাইকে থাকা দু-জন।

advertisement

আরও পড়ুন -  Weather Update: কলকাতায় ঝপঝপিয়ে নামছে তাপমাত্রা, বৃষ্টি -তুষারপাত দেশের একাধিক রাজ্যে

আহত দুই ব্যক্তির বাড়ি হাওড়ার শিবপুর এলাকায় বলে জানা গেছে। এই ঘটনার খবর জোয়ারগড়িগ্রামে পৌঁছেতে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। কারণ বুধবারই ওই একই গ্রামেতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একই পরিবারের দুই শিশুসহ এক মহিলার। তারপর বৃহস্পতিবারের এই ঘটনায় প্রাণ গেল যুবকের। স্বভাবতই ইন্দ্রনীলের বন্ধু বান্ধব থেকে পরিবার পাড়া-প্রতিবেশী সকলে স্থম্ভিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বুধবার বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর ফের বৃহস্পতিবারেও পথ দুর্ঘটনায় মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল