Howrah News: এলাকায় ষাঁড়ের তাণ্ডব, ঘুম উড়েছে 'ভোলার' প্রলয় কাণ্ডে
- Published by:Debalina Datta
Last Updated:
এলাকায় ভোলার তাণ্ডব ভোলা উপস্থিত হলেই এলাকার মানুষ সরে দাঁড়ান, তার দ্বারা আক্রান্ত হয়েছে অনেকেই অভিযোগ স্থানীয় মানুষজনের।
#হাওড়া: দিন কিবা রাত বাড়ির বাইরে হতেই আতঙ্কে এলাকার মানুষ, এলাকার ছোট থেকে বড় ৮ থেকে ৮০ কারোরই যে রেহাই নেই ভোলার হাত থেকে, যেকোনো মুহূর্তে ভোলার সামনে পড়লেই আর রক্ষে নেই! ইতিমধ্যেই একাধিক জন আহত হয়েছেন হাওড়া বানিপুর ২ অঞ্চলের অন্তর্গত ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন। বেশ কিছুদিন হল ভোলাকে দেখা মিলছে এলাকায় আগে মাঝে মধ্যে দেখা যেত, তবে ইদানিং নিয়মিত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলিষ্ঠ একটি ধূসর বর্ণের ষাঁড়।
ইদানিং সাঁকরাইল বানিপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে, বিশেষ করে সন্ধার পর থেকে এলাকাতেই দেখা যায় বেশি, বছরখানেক আগে থেকে বেশি করে লক্ষ্য করা যায় এলাকাতে বলছেন স্থানীয়রা, নদনদে চেহারার প্রাণীটিকে দেখে প্রথম প্রথম বহু মানুষই বাড়িয়ে দিতেন খাবার দাবার, কারো বাড়ির আনাচ-কানাচ দোকানে দোকানে সন্ধার সময় বা সাত সকালে হাজির হত ভোলা।
advertisement
advertisement
তবে ইদানিং ভোলার উপস্থিত হলেই এলাকার মানুষ সরে দাঁড়ান। কারণ এই ভোলা ইতিমধ্যে এলাকার বহু মানুষকে আহত করে দিয়েছে, জানা যায় পার্শ্ববর্তী এলাকার এক বৃদ্ধাকে গুঁতিয়ে প্রাণ পর্যন্ত কেড়ে নিয়েছে সে, এমন অভিযোগ ভোলার বিরুদ্ধে। তারপর গত মাস দুয়েক আগে এক চা বিক্রেতাকে সাত সকালে গিয়ে গুঁতিয়ে হাত ভেঙে দেয়। তারপর এক এক করে বহু মানুষই আহত হয়েছেন ভোলার তাণ্ডবে। এলাকার মানুষ চাইছেন দ্রুত ভোলাকে নিয়ে যাওয়া হোক এলাকা থেকে অন্যত্র।
advertisement
কখনও কারও গোয়াল ঘরে ঢুকে লণ্ডভণ্ড করে দিচ্ছে বা কখনো মুদি বা স্টেশনারি দোকানে তান্ডব চালাচ্ছে ভোলা, ভোলার তাণ্ডবে এলাকায় ছোটদের খেলাধুলাও যেন থমকে পড়েছে। পথ চলতি মানুষও সমস্যায় রয়েছে স্থানীয় মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। সব মিলিয়ে ভোলাকে নিয়ে অস্থির হয়ে পড়েছে এলাকার মানুষ। এ বিষয়ে স্থানীয় মানুষ পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন কবে দ্রুত এই সমস্যার সমাধান হবে, পঞ্চায়েত প্রধান এ প্রসঙ্গে জানিয়েছেন তারাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রশাসন বা বনবিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলেই আশাবাদী তারা।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
November 11, 2022 1:02 PM IST