পড়ুয়ারা অসুস্থবোধ করার পরই তড়িঘড়ি ছাত্র ছাত্রীদের হাসপাতালে আনা হয়। তিনি জানান, প্যানিক থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে অসুস্থ পড়ুয়াদের অভিভাবকরা হাসপাতালে ছুটে আসেন। এক অভিভাবক চৈতালি বনু জানান, দু'জন আমায় গিয়ে জানায় আমার মেয়ে অসুস্থ। সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে দেখি অনেকগুলো বাচ্চা ছটফট করছে। তারপরই হাসপাতালে নিয়ে যাই।
advertisement
স্কুল সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ৩০৩ জন পড়ুয়া রয়েছেন। প্রত্যেকদিন মোটামুটি ২৫০জন বা তার একটু বেশি পড়ুয়া মিড-ডে-মিল খায়। খবর পেয়ে হাসপাতালে আসেন অদ্রিজা সমাদ্দার, সিরাজবাটী চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে সহ অন্যান্য। সন্ধ্যায় অসুস্থ ছাত্রছাত্রীদের দেখতে হাসপাতালে আসেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্মল যাদব, অরুণ খাঁ, সুমন্ত সাউরা।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
July 15, 2022 9:16 PM IST