অতি ক্ষুদ্র ভাস্কর্য দৈর্ঘ্য প্রায় পাঁচ মিলিমিটার, আকার আয়তনে অতি ক্ষুদ্র যা খালি চোখে দেখা কঠিন, কিন্ত শৈল্পিক দক্ষতায় স্পষ্ট ফুটিয়ে তুলেছেন। শিল্পীর কথায়, এই ভাস্কর্য গণেশকে প্রধান চরিত্রে রাখা হয়েছে। এই ভাস্কর্যের পাশাপাশি আরও একটি ভাস্কর্য গড়ে তুলেছেন তিনি, মা ও শিশুর একটি অতি ক্ষুদ্র মূর্তি। এই মূর্তিতে একটি সাধারণমাকে দেবী দুর্গার রূপে দেখিয়েছেন শিল্পী।
advertisement
আরও পড়ুনঃ ইউরোপের নর্থ চ্যানেল জয় করে ঘরে ফিরল রিমো! উচ্ছ্বসিত পরিবার
পেন্সিলের গ্রাফাইট এর উপর প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা নিরলস প্রচেষ্টায় দশ হাত বিশিষ্ট দেবীর দুর্গাকে গণেশ জননীর রূপে গ্রাফাইটে খোদাই করেছেন মাত্র ৫ মিলিমিটার আয়তনের ক্ষুদ্র দুর্গামূর্তি গড়ে উঠছে। অপর ভাস্কর্যটি এক মা তার শিশুকে কোলে-পিঠে আগলে রেখেছে। এ ছবি ইটভাটায় চাক্ষুস করেছিলেন শিল্পী, কিভাবে মা তার ছেলেকে পিঠে ও কোলে একটি কাপড়ের সাহায্যে তার শিশুকে বেঁধে রেখে কাজ করছে, সেই চরিত্র গ্রাফাইটের উপর ফুটিয়ে তুলেছেন।
আরও পড়ুনঃ ফুটপাথ দখল করেছে দোকান, ঝুঁকি নিয়ে মানুষ হাঁটছেন রাস্তা দিয়ে!
এর আগে শিল্পী সুরজিৎ অধিকারী, চকের উপর বিশ্ব বরেণ্য ঋষি মনীষীদের ছবি খোদাই করে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে।হাওড়া বাগনানের একটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান সুরজিৎ অধিকারী। ছোটবেলা থেকেই সুরজিৎ ছবি আঁকা ও শিল্পকলার প্রতি তার আগ্রহ। বর্তমানে সে বিশ্বভারতীতে কলা ভবনের মাস্টার ডিগ্রীর ছাত্র।
Rakesh Maity