হাতের লেখা মন্দ হওয়ার কারণে ছেলে মেয়েদের বকা-ঝকার সম্মুখীন হতে হয় এই বর্তমান ডিজিটাল সময়েও। তবে হাতের লেখা ভাল করার চেষ্টা করলে সফলতা আসবে। এই পরামর্শ গুরুজন শিক্ষক-শিক্ষিকা দেন সর্বক্ষণ। কিন্তু পরামর্শতেই যে কাজ হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাতের লেখা পরিবর্তন হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ে। লেখার সৌন্দর্যে সেভাবে পরিবর্তন দেখা যায় না।
advertisement
বর্তমান ডিজিটাল সময়ে হাতে লেখার প্রবণতা কম হয়েছে। কিন্ত কোনও অংশে গুরুত্ব কমেনি। শুধু স্পষ্ট হাতের লেখা নয়, তার সঙ্গে রয়েছে অকৃত্রিম সৌন্দর্য। হাওড়ার এক বিশিষ্ট ব্যক্তি, একজন শিক্ষক ও শিল্পীর হাতে লেখা শিল্পকর্মই বটে। সুশ্রী হাতের লেখার পারদর্শী শিব ঘোষ। তাঁর শিল্পকর্মের বাংলা জুড়ে সুনাম রয়েছে। তাঁর অসংখ্য শিল্প সৃষ্টিতে আস্ত একখানা মিউজিয়াম তৈরি হয়েছে তাঁর বাড়িতে। সুনামের পাশাপাশি হাতের লেখাতেও তিনি প্রশংসিত বহু গুণীজনের কাছে। তাঁর শিল্পকর্ম অকল্পনীয় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন শিল্প সৃষ্টি করে চলেছেন। সেই সঙ্গে তিনি সুন্দর হাতে লেখার অধিকারী।