এ বিষয়ে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মান্নান মোল্লা জানান, একাধিকবার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ইরিগেশন দফতরেজানানো হয়েছে। কাজ শুরু না হওয়ার ফলে ক্রমশ নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে কবরস্থান৷ সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলেকবরস্থান নদীতে তলিয়ে যেতে পারে৷ করোনাকালে করোনা আক্রান্ত হয়ে মৃতদের কবরস্থ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল পরিবারের৷
advertisement
আরও পড়ুনঃ Howrah: ডেঙ্গু দিবসে বাড়ি বাড়ি পৌঁছে সচেতনতা বার্তা গ্রামীন সম্পদ কর্মীদের
কিন্তু হাওড়া সারেঙ্গার এই কবরস্থানে কোনও পরিবার মৃতদেহ নিয়ে আসলে,তাদের ফিরিয়ে দেওয়া হত না৷ এমনই মানবিক ছিল সেখানকার বাসিন্দারা৷ আজ সেই কবরস্থান সংকটে৷
advertisement
Rakesh Maity
Location :
First Published :
May 20, 2022 10:51 AM IST