TRENDING:

Howrah: নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে কবরস্থান, প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা

Last Updated:

সারেঙ্গা বললেই সবার আগে আসে হুগলি নদীর কথা। হাওড়ার উত্তরে রয়েছে বালি আর দক্ষিনে শ্যামপুর। এর মাঝে সাঁকরাইল ব্লকের অন্তর্গত হুগলি নদী তীরবর্তী সারেঙ্গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সারেঙ্গা বললেই সবার আগে আসে হুগলি নদীর কথা। হাওড়ার উত্তরে রয়েছে বালি আর দক্ষিনে শ্যামপুর। এর মাঝে সাঁকরাইল ব্লকের অন্তর্গত হুগলি নদী তীরবর্তী সারেঙ্গা। সারেঙ্গা কাছারিবাড়ি এলাকার প্রায় দেড় থেকে দুই হাজার পরিবারের ঘুম উড়িয়েছে হুগলি নদী। সারেঙ্গা এলাকার সমস্ত পরিবার নির্ভরশীল একটি কবরস্থানের উপর৷ সেটি ক্রমশ নদীগর্ভে চলে যাচ্ছে বলে অভিযোগ৷ নদী ফুলে ফেঁপে উঠলেই গ্রাস করে ফেলছে কবরস্থান। বছর চারেক আগে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মান্নান মোল্লার উদ্যোগে কবরস্থানের চতুর্দিক দেওয়াল ও নদী সংলগ্ন গার্ডওয়াল তৈরি হয়েছিল। জানা গিয়েছে,করোনাকালে এই কবরস্থানে যে কোনও এলাকার করোনা আক্রান্ত হয়ে মৃতদের কবরস্থ করা হত এই কবরস্থানে৷ বছর ঘুরতে না ঘুরতেই সংকটে সেই কবরস্থান। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে থেকেই প্রশাসনের নজরে বিষয়টি আনা হয়েছে৷অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হওয়ারকয়েক মাস কেটে যাবার পরেও কোনওসুরাহা মিলেনি।
advertisement

 

 

বিষয়ে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মান্নান মোল্লা জানান, একাধিকবার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ইরিগেশন দফতরেজানানো হয়েছে। কাজ শুরু না হওয়ার ফলে ক্রমশ নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে কবরস্থান৷ সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলেকবরস্থান নদীতে তলিয়ে যেতে পারে৷ করোনাকালে করোনা আক্রান্ত হয়ে মৃতদের কবরস্থ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল পরিবারের৷

advertisement

আরও পড়ুনঃ Howrah: ডেঙ্গু দিবসে বাড়ি বাড়ি পৌঁছে সচেতনতা বার্তা গ্রামীন সম্পদ কর্মীদের

 

কিন্তু হাওড়া সারেঙ্গার এই কবরস্থানে কোনও পরিবার মৃতদেহ নিয়ে আসলে,তাদের ফিরিয়ে দেওয়া হত না৷ এমনই মানবিক ছিল সেখানকার বাসিন্দারা৷ আজ সেই কবরস্থান সংকটে৷

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে কবরস্থান, প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল