TRENDING:

Howrah News: এই বাংলাতেই রয়েছে তিন নদীর সঙ্গমস্থল! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন আপনিও

Last Updated:

শীতের ছুটিতেই কলকাতার অদূরেই রয়েছে, তিন নদীর সঙ্গমস্থল, মনোরম পরিবেশ হাওড়ার গাদিয়াড়া পর্যটন কেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: ত্রিবেণী অর্থাৎ হুগলি দামোদর এবং রূপনারায়ণ, তিন নদ-নদীর সঙ্গমস্থল।কলকাতার কাছেই রয়েছে হাওড়ার জেলার হুগলি নদীর তীর মনোরম পরিবেশ ' গদিয়াড়া' পর্যটনকেন্দ্র। এই স্থানে হাওড়া জেলার শেষ প্রান্ত এপারে হাওড়ার গদিয়াড়া ওপারে পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি মাঝে নদী। একাধারে দামোদর মিশেছে হুগলী আর একধারে রূপনারায়ণ মিশেছে হুগলীতে, ছিল মাঝি নৌকোয় চাপিয়ে নিয়ে যাবে একদম নদীর মিলন স্থলে।
তিন নদীর সঙ্গমস্থল, শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ, কলকাতার অদূরেই
তিন নদীর সঙ্গমস্থল, শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ, কলকাতার অদূরেই
advertisement

আরও পড়ুন Murshidabad News: জীবিত থেকেও সরকারি খাতায় 'মৃত' বৃদ্ধা! মেলে না কোন‌ও সাহায্য

নৌকোয় ভেসে বেড়ানো তিন নদীর মিলন স্থলকে চাক্ষুষ করা, এক অন্য রূপের স্বাদ। বিশাল জলরাশি একদিকে নূরপুর একদিকে গেঁওখালি আর এক দিকে গড়চুমুক। লর্ড ক্লাইভের প্রাচীন দুর্গ লাইট হাউস রয়েছে গাদিয়াড়াতেই ।একটু হাতে সময় থাকলে গাদিয়াড়া থেকে নূরপুর-গেঁওখালি বা মহিষাদল রাজবাড়ি। কলকাতার অদূরে রয়েছে হাওড়া গাদিয়াড়া পর্যটন কেন্দ্র। পুজোর ছুটিতে বা শীতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হাওড়ার শ্যামপুর ব্লকের গাদিয়াড়া পর্যটন কেন্দ্র। প্রশাসনের পক্ষ থেকে এই স্টুরিস্ট স্পটকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ গ্রহণ করছে। অপরূপ দৃশ্য, নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য নদী বাঁধ ঝাঁ চকচকে সড়ক বাঁধ কিনারায় বসার জায়গা কোথাও বা নদীর সঙ্গে লেগে রয়েছে মেলানো জমি। মৎস্যজীবীরা নদী বক্ষে নৌকো ট্রলারে ভেসে রয়েছে।

advertisement

আরও পড়ুন Murshidabad News: ব্রিজের উপর চলতে চলতেই হঠাৎ ভয়ানক অবস্থা! আতঙ্ক

View More

তার সঙ্গে নদীর জল কেলি কংক্রিট বা পাথরের বাঁধানো পাড়ে আছড়ে পড়ছে নদীর ঘোলা জল দমকা হাওয়া আর জলকেলির মৃদুসর নদীর পাড়ে বসে উপভোগ করার এক মনোরম পরিবেশ। যা দূর দূরান্তের পর্যটককে আকর্ষিত করে, বিশেষ করে শীতের মরশুমে নদীর শান্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ার গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে অন্যতম পছন্দের স্থান।

advertisement

*বিশেষ আকর্ষণ*- গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে লঞ্চে চড়ে নদীর সৌন্দর্য উপভোগ , নদীর বিভিন্ন মাছ।

*গাদিয়াড়া থেকে শর্ট টুর* মহিষাদল রাজবাড়ি, দিঘা, হলদিয়া পি এইচ ই জল প্রকল্প, গেঁওখালির মত পর্যটন স্থানে খুব অল্প সময়ে জলপথে পৌঁছানো যায়।

*যোগাযোগ ব্যবস্থা* সড়কপথে কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে গাদিয়াড়া পর্যটন কেন্দ্র। জলপথে কলকাতা থেকে নূরপুর হয়ে গাদিয়াড়া জেটিঘাট ( সময় প্রায় ২০ মিনিটে পৌঁছনো যায়)। সড়কপথে কলকাতা ধর্মতলা বা হাওড়া হয়ে গাদিয়াড়া বাস স্টপেজ। সিটিসি বাস ভাড়া - ৬০-৭০ টাকা (সময় -২-২.৩০ঘণ্টা)বেসরকারী বাস ভাড়া : ৮০-৯০ টাকা

advertisement

*থাকা-খাওয়া* গাদিয়াড়া নদী সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তীতে অসংখ্য বেসরকারি হোটেল।এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের রূপনারায়ণ টুরিস্ট লজ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এই বাংলাতেই রয়েছে তিন নদীর সঙ্গমস্থল! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল