এবার গ্রামীণ হাওড়ায় 'সবুজ আমতা' গড়ার লক্ষ্যে এগিয়ে এলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বিধায়কের উদ্যোগে গ্রামীণ হাওড়ার আমতায় 'সবুজের অভিযান' শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হল। সোমবার আমতা-২ বেতাই মোড়ে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীল কুমার ঘোষ সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ সাধারণ মানুষের ভয় কাটাতে পথ কুকুরদেরই ভ্যাকসিন দিল একদল যুবক!
এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বন দফতরের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ১০০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বিভিন্ন ফলের গাছ তুলে দেওয়া হয়। সবুজের অভিযানে সামিল হয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা বনসৃজন ও বৃক্ষরোপণের গুরুত্বের উপর আলোকপাত করেন। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, সবুজ আমতা গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।
Rakesh Maity