তা দেখে গ্রামের মানুষ স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শেখ জাকির হোসেনকে জানায়, তিনি বিষয়টি জানান বনবিভাগে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে কর্মীরা হাজির হয়ে মৃত দেহগুলি উদ্ধার করে। গোসাপ গুলির মৃত্যু সম্পর্কে বন বিভাগের উলুবেরিয়া রেঞ্জার অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, পাঁচটি গোসাপের মধ্যে দুটি পূর্ণবয়স্ক এবং তিনটি ছোট গোসাপ।
আরও পড়ুনঃ সরকারি নির্দেশিকা অমান্য! হাওড়ায় রমরমিয়ে চলছে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার
advertisement
তিনি জানান, এর দিন কয়েক আগে গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া তে একটি পূর্ণবয়স্ক গো সাপের মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় একটি জলাশয়ের পার্শ্ববর্তী থেকে, তারপর একসাথে পাঁচটি মৃতদেহ উদ্ধার রীতিমতো গ্রামীণ হাওড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পশুপ্রেমী মানুষের মধ্যে।
আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে হাওড়ার প্রতিষ্ঠা সামন্ত
তিনি জানান আমরা গোসাপগুলিকে ময়না তদন্তে পাঠিয়েছি পাশাপাশি এই ঘটনার তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে ওই এলাকায় মানুষকে বিভিন্ন ভাবে এ প্রসঙ্গে সচেতন করা হয়েছে যাতে করে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে। দিন কয়েকের মধ্যে ওই স্থানে একটি সচেতনামূলক ক্যাম্পের উদ্যোগ নেওয়া হচ্ছে বনবিভাগের পক্ষ থেকে।
Rakesh Maity