এই প্রদর্শনীর উদ্বোধন করে মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়া প্রায় ৬০০ বছরের পুরানো শহর। এই শহরের প্রাচীন ইতিহাস আছে। হাওড়ায় এই প্রথম ভিন্টেজ কার র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে বরুণ করাতি বলেন, এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঐতিহ্যবাহি গাড়ি নিয়ে গাড়ির মালিকরা অংশ গ্রহণ করেন। রোলস রয়েস, ফোর্ড, পুরনো অ্যাম্বাসাডারের মত বিভিন্ন গাড়ি ছিল। ১৭ রকমের ফোর হুইলার এবং ১১ ধরনের টু-হুইলার দেখা গিয়েছে। মোট ৪২ টি গাড়ি ও ২৩ টি বাইক নিয়ে তাঁরা হাজির হন।
advertisement
আরও পড়ুন: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি? অভিযোগ জানাতে পাল্টা হুমকির মুখে গ্রামবাসীরা
প্রথমে এই ভিন্টেজ গাড়িগুলিকে নিয়ে একটি ছোট ড্রাইভ অনুষ্ঠিত হয়, তারপর প্রদর্শনী। এই প্রদর্শনীর মূল লক্ষ্যই হল, এ সময় থেকে ৮০-১০০ বছর আগে মানুষ কী ধরনের গাড়ি চড়ত। এই প্রদর্শনী দেখার জন্য উপচে পড়েছিল ভিড়।
এই ভিন্টেজ কার র্যালিতে এসেছিল মুর্শিদাবাদের রাজা কমল রঞ্জন রায়ের ব্যবহৃত গাড়ি। তাঁর নাতি পল্লব রায় এটি নিয়ে এসেছিলেন। সবমিলিয়ে এই ঐতিহ্যবাহী গাড়ির প্রদর্শনী একইসঙ্গে ইতিহাসের প্রদর্শনীয় হয়ে উঠেছিল।
রাকেশ মাইতি