মুর্শিদাবাদ: নিম্ন মানের সামগ্রী দিয়ে পাকা রাস্তা তৈরি করার অভিযোগ তুলে পথে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদের জলঙ্গির ব্লকের সাগরপাড়া থানার অন্তর্গত ফকিরাবাদ এলাকার ঘটনা। ফকিরাবাদ মোড় থেকে নওদাপাড়া পর্যন্ত যাওয়ার প্রায় তিন কিলোমিটার রাস্তা নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
এই রাস্তা নিয়ে এলাকার মানুষের অভিযোগ, সঠিক পরিমাণে পাথর না দিয়ে শুধুমাত্র ধুলো মেশানো ঘেঁস দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ রাস্তায় নেমে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: ১৬৩ বছরের পুরনো স্কুল সংস্কারে ১০ লক্ষ টাকা দান প্রাক্তন ছাত্রের
স্থানীয় সূত্রে খবর, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে নওদাপাড়ায় খুব তাড়াতাড়ি যাওয়া যায়। অথচ এই রাস্তাই সঠিক সরকারি শিডিউল মেনে তৈরি করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কোথাও শিডিউলের কাগজ টাঙানো হয়নি। গ্রামবাসীরা শিডিউল মেনে কাজ করার দাবি তোলেন। এমনকি এই রাস্তা তৈরির বিষয়ে অভিযোগ জানাতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তাঁরা। অভিযোগ করেন, স্থানীয় দুষ্কৃতীদের মদতে নিয়ম না মেনে কাজ হচ্ছে। সঠিকভাবে কাজ করার দাবিতে রাস্তা তৈরি বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এই ঘটনার পর রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad news