Murshidabad News: ১৬৩ বছরের পুরনো স্কুল সংস্কারে ১০ লক্ষ টাকা দান প্রাক্তন ছাত্রের

Last Updated:

অর্থের অভাবে কান্দি রাজ উচ্চবিদ্যালয়ের সংস্কারের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে সেই সমস্যার সমাধান করলেন স্কুলেরই প্রাক্তন ছাত্র। একাই ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি

+
title=

মুর্শিদাবাদ: ১৮৫৯ সালে তৈরি হয় কান্দি রাজ উচ্চবিদ্যালয়। এই ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যালয়টি নতুনকরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য ছিল বহুতল বিশিষ্ট অত্যাধুনিক ক্লাসরুম তৈরি করা হবে। সংখ্যালঘু দফতরের সহযোগিতায় কয়েক মাস আগে শুরুও হয় সেই কাজ। কিন্তু হঠাৎ‌ই ১৬৩ বছরের পুরনো এই স্কুলের সংস্কার কাজ থমকে যায়।
জানা যায় মূলত অর্থের অভাবেই বন্ধ হয়ে গিয়েছিল সংস্কারের কাজ। এদিকে গোটা উন্নয়ন পরিকল্পনার বাজেট ধরা হয়েছিল ১৫ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে স্কুলের প্রাক্তন ছাত্র তথা কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী তমাল কান্তি দে এগিয়ে এলেন। তিনি কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য একাই ১০ লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ভুমানন্দ সিংহের হাতে এই উপলক্ষে চেক তুলে দেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, কান্দি রাজ উচ্চবিদ্যালয়ের প্রাক্তনী তমাল কান্তি দে ছাড়াও স্কুলের প্রাক্তনী সংসদের পক্ষ থেকেও এই সংস্কার কাজের জন্য অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে নিজের স্কুলের উন্নয়নের কাজে ১০ লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিয়ে আইনজীবী তমাল কান্তি দে বলেন, "আমি এখানকার প্রাক্তন ছাত্র। চাই পরবর্তী প্রজন্মের পড়াশোনায় কোনও সমস্যা না হোক। প্রধান শিক্ষক আমাদের আবেদন করেছিলেন, তাই সাড়া দিয়ে এই সাহায্য করলাম।"
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ১৬৩ বছরের পুরনো স্কুল সংস্কারে ১০ লক্ষ টাকা দান প্রাক্তন ছাত্রের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement